Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘বোমা’ এবং ‘মমতাকে’ নিয়ে কটাক্ষ মুকুল রায়ের

নৈহাটি বিস্ফোরণ কাণ্ডে এবার রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। গতকাল বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে তা ফেটে ভয়াবহ বিস্ফোরণ হয় নৈহাটিতে। সেই প্রসঙ্গে মুকুল রায় এদিন মুখ্যমন্ত্রীকে…

Avatar

নৈহাটি বিস্ফোরণ কাণ্ডে এবার রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। গতকাল বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে তা ফেটে ভয়াবহ বিস্ফোরণ হয় নৈহাটিতে। সেই প্রসঙ্গে মুকুল রায় এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে টুইটে বলেছেন, ‘অন্য শিল্প ছেড়ে বোমা শিল্পেই বাংলা দিন দিন উন্নতি করে চলেছে।’ বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে নয়, ওটা বোমা ফেটেই বিস্ফোরণ হয়েছে এমনটাই দাবি করেন মুকুল রায়।

এদিকে বিস্ফোরণের পরে রাজ্য সরকারকে বিরোধীরা একের পর এক আক্রমন করছে। সেই সূত্র ধরেই মুকুল রায়ও কড়া সমালোচনা করেন রাজ্য সরকারের। তিনি বলেন, ‘রাজ্যের মানুষ বোঝেন কোনটা বোমা আর কোনটা বাজি। তারা এতটাও বোকা নয়।’ মুখ্যমন্ত্রীর সমালোচনাও করেন তিনি। মুকুল রায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনার আমলে রাজ্যে শুধু বোমা শিল্পই উন্নত হয়েছে।’ সব মহল থেকেই নৈহাটি বিস্ফোরণ নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কলকাতায় মোদীর সভা, একাধিক রাজনৈতিক দল মোদির সফরে বিঘ্ন ঘটাতে পারে

বৃহস্পতিবার দুপুরে নৈহাটিতে গঙ্গাপাড়ে বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরে হয় যে গঙ্গার উপরে চুঁচুড়াতেও ঘর বাড়ি প্রবল ক্ষতি হয়। অনেক বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়, অনেক বাড়ির চালও উড়ে যায় ঘটনায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। কিছুসময় পরে ঘটনাস্থলে ব্যারাকপুরের কমিশনারেট এলে তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আজ ঘটনাস্থলে যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন তারা।

About Author