Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘মমতাকে গ্রেপ্তার করা উচিত’ করিমপুরের ঘটনায় দাবি মুকুল রায়ের

অরূপ মাহাত: গতকাল উপনির্বাচনকে কেন্দ্র করে দিনভর অশান্তির খবর এসেছে নদিয়ার করিমপুর থেকে। বিজেপি প্রার্থীকে ঘিরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করতে দেখা যায়। তবে দুপুরের পর বিজেপি…

Avatar

অরূপ মাহাত: গতকাল উপনির্বাচনকে কেন্দ্র করে দিনভর অশান্তির খবর এসেছে নদিয়ার করিমপুর থেকে। বিজেপি প্রার্থীকে ঘিরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করতে দেখা যায়। তবে দুপুরের পর বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে হেনস্থা ও লাথি মারার ঘটনার জল গড়া দিল্লি পর্যন্ত।

দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয় মূখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। বিজেপি এই ঘটনায় মূখ্যমন্ত্রীর বিবৃতি ও পদত্যাগ দাবি করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ একধাপ এগিয়ে বিজেপির রাজ্য নেতা মুকুল রায় তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের দাবি জানান। গতকালের ওই ন্যাক্কারজনক ঘটনার দায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপিয়ে তিনি দাবি করেন, ‘করিমপুরে আমাদের প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর ঘটা ন্যাক্কারজনক ঘটনার দায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তাই তাঁকে গ্রেপ্তার করা উচিত।’ শুধু তাই নয়, উপনির্বাচনে তিন কেন্দ্রে বিজেপির কাছে হারার ভয় থেকেই যে তৃণমূল এমন ঘটনা ঘটিয়েছে তাও উল্লেখ করেন তিনি।

About Author