Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গুড়িয়ে দেওয়া হল বিধায়কের দুটি বাড়ি, কড়া পদক্ষেপ প্রশাসনের

উত্তরপ্রদেশ : ধুলোয় মিশে গেলো বিধায়কের দুটি বাড়ি। তিনি হলেন কৃষ্ণেন্দু রাই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত, বিধায়ক মুখতার আনসারি। তাঁর দালিবাগ এলাকার দুটি অবৈধ বাড়ি ভেঙে ধুলোয় মিশিয়ে দিয়েছেন যোগী প্রশাসন।…

Avatar

উত্তরপ্রদেশ : ধুলোয় মিশে গেলো বিধায়কের দুটি বাড়ি। তিনি হলেন কৃষ্ণেন্দু রাই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত, বিধায়ক মুখতার আনসারি। তাঁর দালিবাগ এলাকার দুটি অবৈধ বাড়ি ভেঙে ধুলোয় মিশিয়ে দিয়েছেন যোগী প্রশাসন। তিনি এখনও মৌ বিধানসভার বিধায়ক। কিন্তু তার আরও একটা পরিচয় আছে, তিনি গ্যাংস্টার।

খুন করার অপরাধে তেরো বছর জেলও খেটেছেন মুখতার। এখানে শেষ নয় তার বাড়ি ভেঙ্গে দেওয়ার পাশাপাশি কয়েকদিন আগেই মুখতারের সঙ্গীদের সম্পত্তিও বাজেয়াপ্ত করে উত্তরপ্রদেশ পুলিশ। বাতিল করা হয়েছিল তাঁর গাজীপুরের সঙ্গীদের অস্ত্রের লাইসেন্সও। জানা গিয়েছে এই বাড়িগুলি তৈরি হয়েছিল পাকিস্তান চলে যাওয়া ব্যক্তিদের নিষ্ক্রান্ত সম্পত্তির ওপর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ এই প্রসঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার লিখেছেন, “গ্যাংস্টার মুখতার আনসারির অবৈধ সম্পত্তি ভেঙে দিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। অপরাধীরা হয় অপরাধ ছাড়বে নয়তো এই ধরনের কড়া সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকবে।”

 

About Author