Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIRAL PIC : কাদায় প্রেম, দেখে নিন এই দম্পতির বিয়ের পরে কাদার মধ্যে ফটোশুট

বিয়ের আগে ফটোশুট করা এখন একটা স্টাইল হয়েছে, কিন্তু এখানে এই দম্পতি বিয়ের পরে ফটোশুট করেছেন। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে না দিতেই তা ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই ফটোস্যুটে…

Avatar

বিয়ের আগে ফটোশুট করা এখন একটা স্টাইল হয়েছে, কিন্তু এখানে এই দম্পতি বিয়ের পরে ফটোশুট করেছেন। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে না দিতেই তা ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই ফটোস্যুটে কি এমন আছে যা এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল? ছবিটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই ৬০০ লাইক এবং ৩০০ জন এর বেশী শেয়ার করেছে।বিনু সিন্স যিনি এই কোম্পানির মালিক তিনি বলেন এই দম্পতি চাইছিল একটু অন্যরকম ভাবে ফটোশুট করতে, তারপরই তিনি এই কাদার মধ্যে ফটোশুট করার সিদ্ধান্ত নেন। এবং তাদেরকে জানান, তাদের এটি পছন্দ হয় একটার পর একটা কাদার মধ্যে ফটোসেশন চলতে থাকে। এই ফটোগুলি মনের মধ্যে অনেক দিন থাকবে এমন ই তার ধারণা। তার মতে এই ফটোশুটের শিল্পে এই প্রথম কোন বিয়ের পরে কাদার মধ্যে ফটোশুট করা হলো।অনিশা ও যশের এই ফটোশুট একেবারে ভাইরাল হয়ে গেছে তাদের এই ফটোশুটের ভাবনাটা ছিল একেবারে আলাদা তারাই ফটোশুট করেছিল ধানের ক্ষেতে। যশ একজন রাজনীতিবিদ, এবং আলিশা একজন নার্স তারা দুজনই ইউ কে তে থাকে।
About Author