Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বন্ধ হচ্ছে না BSNL! দুই সংস্থার সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিলো সরকার

নতুন নতুন টেলিকম কোম্পানী নেটওয়ার্ক দুনিয়ায় আসার পর থেকে রীতিমত বিপ্লব আসে ।তবে এর মধ্যে BSNL এবং MTNL কোম্পানী গুলি বাজারে মন্দার সৃষ্টি হয়।টেলিকম ক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতাতে এই দুই সংস্থার…

Avatar

নতুন নতুন টেলিকম কোম্পানী নেটওয়ার্ক দুনিয়ায় আসার পর থেকে রীতিমত বিপ্লব আসে ।তবে এর মধ্যে BSNL এবং MTNL কোম্পানী গুলি বাজারে মন্দার সৃষ্টি হয়।টেলিকম ক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতাতে এই দুই সংস্থার টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় ব্যাপক ভাবে আর্থিক সঙ্কটে ভুগছে BSNL। ২০১০ সাল থেকেই BSNL এবং MTNL এই দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থার লোকসানের খবর উঠে এসেছে। লাগাতার লোকসানের মুখে পড়ায় তাদের উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি। এবারে BSNL এবং MTNL কে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রক নিলো বড় সিদ্ধান্ত।

সম্প্রতি একটি গুজব উঠে যে, কেন্দ্রীয় সরকার BSNL এর পরিষেবা বন্ধ করে দেবে।কিন্তু সরকার স্পষ্ট ভাবে জানায় যে BSNL ও MTNL কে বন্ধ করা বা শেয়ার ছাড়া হচ্ছে না। বুধবার মন্ত্রীসভার বৈঠকের আয়োজন করা হলে সেখানে রুগ্ন সংস্থাগুলির সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই সিদ্ধান্ত অনুসারে কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ওইদিন ঘোষণা করেন যে, BSNL এবং MTNL এর সংযুক্তিকরণ করা হবে। এই সংযুক্তিতে সরকার সার্বভৌম বন্ডের মাধ্যমে ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং ৩৮,০০০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করা হবে। এছাড়া এই দিন জানানো হয় যে এই দুই সংস্থার কর্মীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প ঘোষনা করতে পারে সরকার এবং এর জন্য ২৯,৯৩৭ কোটি টাকা ব্যয় হবে।

About Author