মহেন্দ্র সিং ধোনি হাঁটুর ব্যথায় বেশ কিছুদিন ধরে কাহিল হয়ে পড়েছিলেন। তবে চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে বরং গ্রাম্য আয়ুর্বেদিক চিকিৎসকের শরণ নিয়েছিলেন তিনি। জানা গেছে, আগেই ওই চিকিৎসকের নিকট থেকে ওষুধ নিয়ে এসেছিলেন তিনি। চিকিৎসক বন্ধন সিং ব্যথা নিরাময়ের জন্য জৈবুটি দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকে। তবে প্রথম ডোজ খাওয়ার পরে কতদিন পর দ্বিতীয় ডোজ খেতে হবে সে কথা ভুলে গিয়েছিলেন মাহি। সে কথা জানতে ওই বৈদ্যের কাছে এদিন পৌঁছে গিয়েছিলেন তিনি।ওই চিকিৎসক মহেন্দ্র সিং ধোনির নাম শুনলেও কখনো তাকে দেখেননি। তাই সাধারণ রোগীর মতই মহেন্দ্র সিং ধোনির চিকিৎসা করেছেন তিনি। তবে এই নিয়ে প্রথম নয়, ইতিপূর্বে মহেন্দ্র সিং ধোনির বাবা-মা ওই চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। সেই সূত্র ধরে ক্যাপ্টেন কুলও পৌঁছে গিয়েছিলেন গ্রাম্য ডাক্তারের কাছে। তবে চিকিৎসার সুফল মিলেছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। চিকিৎসক তাকে চিনতে না পারলেও সেখানে উপস্থিত থাকা রোগীরা মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে ধরেন সেলফি তোলার জন্য। যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।#MSDhoni @msdhoni gets treatment for knee in #Ranchi village, doctor sits under a tree . pic.twitter.com/ws5EJxwc6C
— Jayprakash MSDian 🥳🦁 (@ms_dhoni_077) July 1, 2022
MS Dhoni: হাঁটুর ব্যথা সারাতে গ্রাম্য আয়ুর্বেদিক চিকিৎসকের আস্তানায় ধোনি, খরচ মাত্র ৪০ টাকা
ক্রিকেট জগতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এমনিতেই তার কার্যক্রমের জন্য সর্বদা সংবাদ শিরোনামের শীর্ষস্থান দখল করে থাকেন। ক্রিকেট জগতের বাইরে থেকেও সর্বদা ক্রিকেটপ্রেমীদের দ্বারা আলোচিত হয়ে থাকেন তিনি। ফের…

আরও পড়ুন