উল্লেখ্য, ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনিকে ভারত সরকার কর্তৃক ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদে সাম্মানিক নিযুক্ত করণ করা হয়। ২০১১ ওডিআই বিশ্বকাপে তার নেতৃত্বে ভারতের দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়। ফলশ্রুতিতে তার অবদানের কৃতিত্ব হিসেবে ভারত সরকার কর্তৃক বিশাল পদমর্যাদা দেওয়া হয়ে তাকে। এরপর থেকে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় আর্মির সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করছেন।Ms dhoni as police finded Mahendra has 9 fir
— ࿐ᴮᵒˢˢSathya Sriᴿᵒʰᶦᵗ☞ᴷᴵᴬᴿᴬ࿐мαғıα (@SathyaSriBoss45) February 2, 2023
And he is in search of him pic.twitter.com/me8K0zlFsz
ভারতের কিংবদন্তি এই অধিনায়ক ১৫ আগস্ট ২০২০ সালে সকল প্রকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তবে অবসরে যাওয়ার পূর্বে তিনি তার নেতৃত্বে ভারতকে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি ওডিআই বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো শিরোপা এনে দেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লীগের সাথে যুক্ত রয়েছেন কিংবদন্তি এই অধিনায়ক।MS Dhoni as police for an ad ! 🤩@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/QKCTHUUtVo
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) February 2, 2023