খেলাক্রিকেট

MS Dhoni: পুলিশ অফিসারের ইউনিফর্মে হাজির মহেন্দ্র সিং ধোনি, কিন্তু কেন? ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৫ আগস্ট ২০২০ সালে সকল প্রকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

Advertisement
Advertisement

ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছেন। আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনি সর্বদা তার ভক্তদের চমকে দেওয়ার চেষ্টা করেন। সম্পর্কে তিনি এমনই একটি কাজ করেছেন যাতে তার ভক্তরা আশ্চর্য হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে মহেন্দ্র সিং ধোনিকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে তার সমর্থকদের মধ্যে। মহেন্দ্র সিং ধোনি একজন আর্মি অফিসার হলেও পুলিশের সাথে কোন প্রকার সম্পর্ক নেই। তবে পুলিশ অফিসারের ড্রেসে কি করছেন তিনি? প্রশ্ন ক্রিকেট প্রেমীদের।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, পুলিশ অফিসারের লুকে ভাইরাল হওয়া ছবির পিছনে আসল কারণ মহেন্দ্র সিং ধোনি একটি বিজ্ঞাপনের শুটিং করছেন। যেখানে তাকে একজন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে। আর এই কারণে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় পুলিশ ইউনিফর্মে মহেন্দ্র সিং ধোনির ছবি ছড়িয়ে পড়তে রীতিমতো হতবাক হয়েছেন তার ভক্তরা।

Advertisement


উল্লেখ্য, ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনিকে ভারত সরকার কর্তৃক ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদে সাম্মানিক নিযুক্ত করণ করা হয়। ২০১১ ওডিআই বিশ্বকাপে তার নেতৃত্বে ভারতের দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়। ফলশ্রুতিতে তার অবদানের কৃতিত্ব হিসেবে ভারত সরকার কর্তৃক বিশাল পদমর্যাদা দেওয়া হয়ে তাকে। এরপর থেকে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় আর্মির সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করছেন।

Advertisement
Advertisement

ভারতের কিংবদন্তি এই অধিনায়ক ১৫ আগস্ট ২০২০ সালে সকল প্রকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তবে অবসরে যাওয়ার পূর্বে তিনি তার নেতৃত্বে ভারতকে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি ওডিআই বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো শিরোপা এনে দেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লীগের সাথে যুক্ত রয়েছেন কিংবদন্তি এই অধিনায়ক।

Advertisement

Related Articles

Back to top button