Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাকে দেখলেই মাঝেমধ্যে রেগে যান ক্যাপ্টেন কুল? গোপন তথ্য ফাঁস করলেন ধোনি পত্নী সাক্ষী

মহেন্দ্র সিং ধোনি হলেন দুনিয়ার সবথেকে শান্ত ক্রিকেটার। পুরো ক্রিকেট ক্যারিয়ারে তিনি পরিচিত ছিলেন ক্যাপ্টেন কুল হিসেবে। যে কোন চাপের পরিস্থিতি হোক না কেন, তিনি সব সময় মাথা ঠান্ডা রাখেন।…

Avatar

মহেন্দ্র সিং ধোনি হলেন দুনিয়ার সবথেকে শান্ত ক্রিকেটার। পুরো ক্রিকেট ক্যারিয়ারে তিনি পরিচিত ছিলেন ক্যাপ্টেন কুল হিসেবে। যে কোন চাপের পরিস্থিতি হোক না কেন, তিনি সব সময় মাথা ঠান্ডা রাখেন। এই ঠান্ডা মাথায় তিনি ভারতকে বহু হারা ম্যাচ জিতিয়ে এনেছেন। কিন্তু, এহেন ধোনিও একজনকে দেখলে রেগে যান। আর সেই কথাই এবার সকলের সামনে ফাঁস করে দিলেন ধোনির স্ত্রী সাক্ষী।

মঙ্গলবার নিজের ৩২ তম জন্মদিনে পা রাখলেন সাক্ষী ধোনি। আর তারপরেই বৃহস্পতিবারে চেন্নাই সুপার কিংস এর সতীর্থদের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে জমিয়ে আড্ডা দিতে গিয়ে ফাঁস করলেন এই গোপন তথ্য। তিনি জানালেন, পৃথিবীতে একমাত্র একজনই আছে যাকে দেখলে ধোনি রেগে যান। এবং সে আর কেউ নয় তার নিজের স্ত্রী সাক্ষী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিশ্বের সকলের কাছেই তিনি প্রতিক্রিয়াহীন ভাবে থাকতে পারেন। আবেগ চেপে রাখার অসামান্য প্রতিভা রয়েছে ধোনির মধ্যে। কিন্তু সাক্ষী মাঝেমধ্যেই ধোনিকে রাগিয়ে দিতে পারেন। ধোনিকে রাগানোর অধিকার শুধুমাত্র তাঁরই আছে। তিনি আরো জানান, বাড়িতে তারা কখনও ক্রিকেট নিয়ে আলোচনা করেন না। ধোনির পেশা ক্রিকেট। বাড়িতে তিনি শুধুই একজন মানুষ।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরে ধোনি একেবারেই ফর্মে নেই। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবছরের আইপিএলে অংশগ্রহণ করেছিলেন মাহি। কিন্তু, এবছরের আইপিএলে ‘ মাহি মার রাহা হ্যে ‘ শোনা যায়নি। আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না ক্যাপ্টেন কুল। এবছর প্রথম আইপিএল ছিল যেখানে চেন্নাই সুপার কিংস প্লে-অফে উঠতে পারেনি। ব্যাট হাতে পুরো টুর্ণামেন্টে করুণ অবস্থা ছিল ধোনির। সম্পূর্ণ টুর্ণামেন্টে ধোনির ঝুলিতে রয়েছে মাত্র ২০০ রান।

টুর্নামেন্ট চলাকালীন সময়ে, গুজব রটে যায়, ধ্বনি নাকি সামনের বছর থেকে আর আইপিএল খেলবেন না। কিন্তু, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষ ম্যাচে কিংস অধিনায়ক সকলকে জানিয়ে দেন, তিনি অবশ্যই সামনের বছর আইপিএল খেলবেন। আর সেই ঘোষণার পরই নতুন করে আশায় বুক বেধেছেন ধোনির অগণিত ভক্তরা।

About Author