বলিউডবিনোদন

নীল বিকিনিতে তাপমাত্রা বাড়ালেন Mrunal Thakur, অভিনেত্রীর হটনেস দেখে পাগল হলেন ভক্তরা (PHOTOS)

×
Advertisement

ম্রুনাল ঠাকুর বিনোদন জগৎ-এর অন্যতম পরিচিত মুখ। টেলিভিশন দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক ‘মুঝসে কুছ কেহেতি ….. ইয়ে খামোশিয়া’ দিয়েই নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন ম্রুনাল। ‘কুমকুম ভাগ্য’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল তার। পরবর্তীকালে বড়পর্দায় সুযোগ পেয়ে যান তিনি। ‘সুপার ৩০’, ‘বাটলা হাউজ’এ অভিনয় করেই দর্শকদের মাঝে একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেলেন তিনি। চলতি বছরেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ‘সীতা রামান’ দিয়েই ডেবিউ করেছেন অভিনেত্রী। এই ছবিতে ম্রুনাল নিজের অভিনয়ের সূত্র ধরেই দর্শকমহলের নজর কেড়েছিলেন।

Advertisements
Advertisement

বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পরিচিত অভিনেত্রী তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার আনাগোনা নেহাত কম নয়। প্রায়ই নিজের একাধিক ঝলক শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে অভিনেত্রী শেয়ার করে নেওয়া তেমনি বেশ কিছু ঝলকের সূত্র ধরে একাংশের মাঝে চর্চিত তিনি। আপাতত মুম্বাইতে রয়েছেন ম্রুনাল ঠাকুর। সম্প্রতি এই শহরেই নিজের মতো করে সময় কাটালেন তিনি। এখন সেই ঝলকের সূত্র ধরেই নজর কেড়েছেন অভিনেত্রী।

Advertisements

Advertisements
Advertisement

সম্প্রতি মুম্বাইয়ের বিলাসবহুল হোটেলের পাশাপাশি সমুদ্রের বিচেও দেখা মিলেছে তার। এদিন একেবারে নিজের মতো করেই কাটিয়েছেন সময়। গোটা শহরটা ঘুরে দেখেছেন আরো একবার। বিকিনি লুকে গা এলিয়ে দিয়েছিলেন বিচে। ইন্ডিয়া গেটের সামনেও গিয়েছিলেন তিনি। খাওয়া দাওয়াও করেছেন নিয়ম ভেঙে। অবশ্য তার ঝলকও রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবিগুলির মাঝে। পাওভাজির পাশাপাশি ভাত, পরোটা, ডাল, মাছ, মাংস খেয়েছেন সবই। আপাতত, অভিনেত্রীর মুম্বাই সফরের ঝলক রীতিমতো ভাইরাল তার অনুরাগীদের মাঝে।

Related Articles

Back to top button