অন্যায়ের বিরুদ্ধে সব সময়ই অনেক বেশি ভোকাল থাকেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তাই এবারেও এইরকম শিক্ষণীয় ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। নিজের টেস্টের ভিডিও আপলোড করে মিমি লিখলেন, “গতকালই আমার কোভিড টেস্ট হলো৷ ফলাফল নেগেটিভ এসেছে৷তবে আমি একটু নার্ভাস ছিলাম৷ আমার আমলকি, অ্যালোভেরা ও হলুদ কাজ করেছে৷ আমি ও আমার শ্যুটিং টিম সবাই নেগেটিভ৷ যদিও আমি খুব পজেটিভ মানুষ।” এরপর মিমি এও লেখেন, “লন্ডনে উড়ে যাওয়ার জন্য তৈরি ৷ ওখানেই শুরু হবে নতুন ছবির কাজ ৷ পুজোর আগেই কাজ শেষ করে বাড়ি ফিরব ৷ করোনা যোদ্ধাদের সম্মান জানাই ৷ আর সবাইকে অনুরোধ প্লিজ মাস্ক পরুন ! সচেতন হন৷”
কোভিড পরীক্ষার ভিডিও শেয়ার করলেন মিমি চক্রবর্তী, বললেন ৩ টি ম্যাজিক ওষুধের নাম
এবারে শিক্ষণীয় ভিডিও শেয়ার করলেন সাংসদ মিমি চক্রবর্তী। কি সেই ভিডিও? এই কোভিডের সময়ে, প্রায় প্রত্যেক ঘর কঠিন মহামারীতে জর্জরিত। স্বস্থির নিঃশ্বাস কোথাও নেই। সামান্য জ্বর সর্দি হলেই মানুষ বিচলিত…

আরও পড়ুন