গরমা গরমবলিউডবিনোদন

বলিউডের সম্মানহানি করা হচ্ছে, রাজ্য সভায় নোটিশ দিলেন সাংসদ জয়া বচ্চন

বিনোদন জগতের পাশে সরকারের দাঁড়ানো উচিত, এমনটাই জানালেন অভিনেত্রী সাংসদ জয়া বচ্চন।

Advertisement
Advertisement

সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ফিল্মি দুনিয়ার মাদকচক্র নিয়ে মুখ খুললেন। আনলক-৪ পর্বে সংসদে শুরু হওয়া বাদল অধিবেশনের প্রথম দিনেই অভিনেত্রী জয়া বচ্চন তীব্র সুরে বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে। বিনোদন জগতেরই কিছু মানুষ যে থালায় খান সেই থালাতেই ফুটো করছেন।’

Advertisement
Advertisement

এদিন, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন জানান, “‘সংকটের আবহে বিনোদন জগতের নাম বদনাম করা হচ্ছে। দেশের লক্ষ লক্ষ মানুষ বিনোদন জগতের সঙ্গে যুক্ত। সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম সারিতে বিনোদন জগতের মানুষরাই থাকেন। দেশের সমস্ত রকমের বিপর্যয়ে সরকারের পাশে দাঁড়ান। অর্থ দিয়ে সাহায্য করেন। অথচ এই সংকটের সময় কয়েকজন মানুষের জন্য গোটা বিনোদন জগতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। গ্ল্যামার জগতকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে।” শুনে নিন ঠিক কি কি বললেন সাংসদ জয়া বচ্চন।

Advertisement

Advertisement
Advertisement

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই কাঠগড়ায় বলিউড, এরপর কঙ্গনা রানাউত বলিউডের বহু অন্ধকার দিক এক এক করে তুলে ধরেন। শুধু কঙ্গনাই নয়। এরই মধ্যে সুশান্তের ঘনিষ্ঠ মহল থেকেও উঠে আসছে হাড় হিম করা কিছু তথ্য। ইতিমধ্যে এনসিবি সুশান্তের বাগান বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকেই উদ্ধার করে বেশ কিছু নিষিদ্ধ ওষুধ, হুক্কা, এস্ট্রে সহ অন্যান্য ওষুধ।

প্রসঙ্গত, হিন্দি ও ভোজপুরী সিনেমার অভিনেতা রবি কিষেণ গত কালের অধিবেশনে বলিউডের এই মাদকচক্র নিয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের তরুণ নাগরিকদের ধ্বংস করার এ পাকিস্তান ও চিনের এক মিলিত চক্রান্ত। এটা রুখতেই হবে। সরকারকে অনুরোধ করব, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কঠোর ভাবে এটা দমন করা হোক। এরপরেও রবি কিষেণ কে ঠেস দিয়ে জয়া বচ্চন জানান, ‘বলিউডের এমন কিছু অভিনেতা আছেন যারা যে থালায় খান, সেখানেই ছিদ্র করেন’। এরপরেই জয়া বচ্চন বলিউডের সম্মানহানি করা হচ্ছে এই মর্মে রাজ্য সভায় নোটিশ দেন।

Advertisement

Related Articles

Back to top button