বলিউডবিনোদন

Mouni Roy: সাদা-কালো ব্রালেট বোল্ড লুকে মৌনি রায়, ভক্তরা বললেন – ‘HOT’ (PHOTOS)

×
Advertisement

২০২২’এর শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছিলেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছিলেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই কাজে ফিরে এসেছিলেন তিনি। গতবছরই তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। সেই প্রসঙ্গেই বেশ কয়েকমাস ধরে নেটদুনিয়ায় চর্চিত হচ্ছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রী নিজের বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন।

Advertisements
Advertisement

এই মুহূর্তে এই বলি ডিভা একটি বোল্ড ফটোশুটে অংশ নিয়েছিলেন। এদিন কালো ব্রালেটেই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন অভিনেত্রী। খোলা চুলে নুড মেকাপ নিয়েছিলেন মৌনি। স্মোকি আই মেকাপে লং হাই হিলও পরেছিলেন অভিনেত্রী। হাই থাই স্লিটেড স্কার্টে কালো স্ল্যাকস পরেছিলেন অভিনেত্রী। উল্লেখ্য, এদিন এই লুকে রীতিমতো রাতের ঘুম উড়িয়েছেন নিজের অগণিত ভক্তমহলের। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

Advertisements

Advertisements
Advertisement

বলাই বাহুল্য, সম্প্রতি অভিনেত্রী মৌনি রায় নিজের এই সাম্প্রতিক সাদা-কালো ছবিতেই নজর কেড়েছেন সকলের। কখনো দাঁড়িয়ে আবার কখনো বসেই এদিন পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। তার চোখে-মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। নিজের এই সাম্প্রতিক লাস্যময়ী লুক দিয়েই তাপমাত্রা বাড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সমগ্র ভক্তিমহলের মনেরও। তার বোল্ড লুকে মুগ্ধ হয়েছেন অনেকেই। তার একাধিক ঝলক অবশ্য অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকের কমেন্টবক্সেই মিলবে।

Related Articles

Back to top button