বলাই বাহুল্য, সম্প্রতি অভিনেত্রী মৌনি রায় নিজের এই সাম্প্রতিক সাদা-কালো ছবিতেই নজর কেড়েছেন সকলের। কখনো দাঁড়িয়ে আবার কখনো বসেই এদিন পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। তার চোখে-মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। নিজের এই সাম্প্রতিক লাস্যময়ী লুক দিয়েই তাপমাত্রা বাড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সমগ্র ভক্তিমহলের মনেরও। তার বোল্ড লুকে মুগ্ধ হয়েছেন অনেকেই। তার একাধিক ঝলক অবশ্য অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকের কমেন্টবক্সেই মিলবে।
Mouni Roy: সাদা-কালো ব্রালেট বোল্ড লুকে মৌনি রায়, ভক্তরা বললেন – ‘HOT’ (PHOTOS)
২০২২'এর শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছিলেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছিলেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই কাজে…

আরও পড়ুন