Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাল শাড়িতে ইন্টারনেটে ঝড় এই বাঙালি বলিউড অভিনেত্রীর

আপনি যদি লাল শাড়ির ভক্ত হয়ে থাকেন তবে আপনার বলিউড অভিনেত্রী মৌনি রায়ের দিকে নজর দেওয়া দরকার। কারণ এই টিভি অভিনেত্রী সম্প্রতি একটি লাল শাড়ি পরা ছবি দিয়ে ইনস্টাগ্রামে ঝড়…

Avatar

আপনি যদি লাল শাড়ির ভক্ত হয়ে থাকেন তবে আপনার বলিউড অভিনেত্রী মৌনি রায়ের দিকে নজর দেওয়া দরকার। কারণ এই টিভি অভিনেত্রী সম্প্রতি একটি লাল শাড়ি পরা ছবি দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন। আভান্তিকা এস পারওয়ানির ডিজাইন করা লাল রঙের শাড়িটিকে নতুন কনের জন্য একেবারে উপযুক্ত বলে মনে হচ্ছে।

আনিশা জৈনের দ্বারা স্টাইল করা এবং বাঙালি সৌন্দর্যে অনুপ্রাণিত গোয়েঙ্কা ইন্ডিয়া থেকে মনোরম কানের দুল দিয়ে সেজে উঠেছিলেন তিনি। লাল রঙে তাকে খুবই মানায় এছাড়া তিনি যতবার লাল রঙে সেজে ওঠেন ততবারই ইন্টারনেটে ঝড় তোলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy) on

আরও পড়ুন : লাল শাড়িতে হট লুকে মালাইকা, দেখুন ভাইরাল ছবি

মনে করা হয় ভ্যালেন্টাইন মাসের চেয়ে ভালো কোনো মাস নেই লাল শাড়ি পরার জন্য। কারণ লাল হল প্রেম ও ফ্যাশনের রঙ এবং এমন একটি রঙ যা প্রতিটি মহিলা পরতে পছন্দ করে।

About Author