নেটনাগরিকদের পাশাপাশি নেটিজেনরাও রীতিমত মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর লুকে। নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন শেয়ার হওয়া ছবির কমেন্টবক্সেই। ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ভালবাসায় ভরা মন্তব্য চোখে পড়বে। আপাতত, অভিনেত্রীর ভক্তরা তাকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন। সম্ভবত, চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। মৌনি রায় ছাড়াও ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা মিলবে রণবীর কাপুর ও আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ছাড়াও থাকবেন ইন্ডাস্ট্রির নামিদামি তারকারা। অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
Mouni Roy: মেরুন ক্রপ টপ ও ব্লু ডেনিমে হট মৌনি রায়, দেখুন নায়িকার সুন্দর ছবি
চলতি বছরের শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই…

আরও পড়ুন