বলিউডবিনোদন

ব্রা-লেস লুকে গাড়ি থেকে নামতেই opps moments এর শিকার Mouni Roy, ভাইরাল ভিডিও

×
Advertisement

২০২২’এর শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছিলেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছিলেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই কাজে ফিরে এসেছিলেন তিনি। গতবছরই তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। সেই প্রসঙ্গেই বেশ কয়েকমাস ধরে নেটদুনিয়ায় চর্চিত হচ্ছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রী নিজের সাম্প্রতিক একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই চর্চায় রয়েছেন। রইল ঝলক।

Advertisements
Advertisement

Advertisements

এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মাঝে নিজের যে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে চর্চিত হচ্ছেন মৌনি রায় সেটি ইনস্টাগ্রামের ‘টিএম জাসুস’ নামের একটি পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল বেশ কিছু সময় আগে। ভিডিওতে অভিনেত্রীকে ব্রা-লেস লুকে ছোট পোশাকে ওপস্ মোমেন্টের শিকার হতে দেখা গিয়েছে পাপারাজিৎদের ক্যামেরার সামনেই। তবে বলিউডের একজন পরিচিত অভিনেত্রী হিসেবে গোটা ব্যাপারটি খুব দক্ষতার সাথেই সামলে ছিলেন অভিনেত্রী।

Advertisements
Advertisement

এই ভিডিওতে অভিনেত্রীকে একটি গোলাপি রঙের ছোট পোশাকেই দেখা গিয়েছিল। ব্রা ছাড়াই এই শর্ট ড্রেসটি পরেছিলেন মৌনি। সেকথা অবশ্য অভিনেত্রী চুল ঠিক করার সময়ই স্পষ্ট হয়েছে সকলের কাছে। একদিন গাড়ি থেকে এই পোশাকে নেমে পাপারাজিৎদের সামনে দিয়েই খুব সম্ভবত একটি রেস্তোরাঁয় ঢুকে যেতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আর অভিনেত্রীর এই ঝলক দেখেই অনেকের মনে হয়েছে, তিনি এদিন ওপস্ মোমেন্টের শিকার হয়েছিলেন।

বলাই বাহুল্য, একজন বলি অভিনেত্রী হিসেবে এই ধরনের পোশাক পরা তার কাছে নতুন কিছু নয়। নিজেকে মেন্টেন করার পাশাপাশি বেজায় ক্যামেরা ফ্রেন্ডলি তিনি, আর একজন অভিনেত্রী হিসেবে সেটাই স্বাভাবিক। অতএব বলাই যায়, এই ধরনের পরিস্থিতি কখনোই তাকে বিচলিত করে না। আর সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা হলেও তিনি সে বিষয়ে বিশেষ কর্ণপাত করতে নারাজ। এক্ষেত্রেও অন্যথা ঘটেনি তার।

Related Articles

Back to top button