কৌশিক পোল্ল্যে: সিরিয়াল অভিনেত্রী থেকে সিনেমায় অভিনয় করে সফল কেরিয়ার গড়েছেন অনেকেই। তবে নবাগতা হলেও দাপুটে চরিত্রে প্রতিষ্ঠা পেয়েছেন বঙ্গতনয়া মৌনি রায়। বাংলা ইন্ডাস্ট্রি থেকে নিজের ভীত না শুরু করেই মৌনি পাড়ি দেন মুম্বাইতে এবং ‘মহাদেব’ এর মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান। এরপরই তার কেরিয়ারে আসে টার্নি পয়েন্ট। একতা কাপুর তার ড্রিম প্রজেক্ট ‘নাগিন’এ মূল চরিত্রে মৌনিকে কাস্ট করেন এবং বলাই বাহুল্য এই সপ্তাহান্তিক মেগাসিরিজ অভূতপূর্ব সাফল্য অর্জন করে। ৭৫ এপিসোডের এই ধারাবাহিক মৌনির জীবন পালটে দেয়। ঘরে ঘরে ছড়িয়ে পড়ে নাগিন শীবন্যা ও শিবাঙ্গীর নাম।
এরপর তার ফিল্মকেরিয়ারের গাড়িও চলতে শুরু করে। তার প্রথম ছবি ‘গোল্ড’ এ অভিনয়ের সুযোগ পান বলিউডের খিলাড়ী অক্ষয় কুমারের বিপরীতে। এরপর কেজিএফ সিনেমার আইটম সং এ তুখোর পারফর্মেন্স দিয়ে তিনি আইটেম ড্যান্সার হিসেবেও বেশ প্রতিষ্ঠা পান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
View this post on Instagram
অতি সম্প্রতি একটি ছবি পোস্ট করলেন তিনি। সমুদ্রের ধারে বসে সাদা টি শার্ট পরিহিত মৌনির এই ছবিটি বেশ গরমাগরম আবহাওয়ার সৃষ্টি করেছে, প্রমানস্বরূপ সাক্ষী রইল সেই পোস্টেরই কমেন্টবক্স। বর্তমানে মৌনি তার আসন্ন ছবি অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ এর কাজে ব্যস্ত রয়েছেন। মৌনির সাদা পোশাক পরিহিত পোস্টটি দেখার জন্য উৎসাহিত হলেন? অবশ্যই রইল নীচে আপনারই জন্য।
View this post on Instagram