Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাদা লেহেঙ্গায় হট লুকে মৌনি রায়, উত্তাল নেট দুনিয়া

কৌশিক পোল্ল্যে: কোচবিহার থেকে মুম্বাই, জার্নিটা বেশ চমকপ্রদ। কথা হচ্ছে বঙ্গতনয়া মৌনি রায়কে নিয়ে। কেরিয়ারের শুরুটাই হয়েছে বলিউড থেকে। হাই বাজেট টিভি সিরিয়াল ‘মহাদেব’ এ দর্শকমহলে পরিচিত হন মৌনি। একতা…

Avatar

কৌশিক পোল্ল্যে: কোচবিহার থেকে মুম্বাই, জার্নিটা বেশ চমকপ্রদ। কথা হচ্ছে বঙ্গতনয়া মৌনি রায়কে নিয়ে। কেরিয়ারের শুরুটাই হয়েছে বলিউড থেকে। হাই বাজেট টিভি সিরিয়াল ‘মহাদেব’ এ দর্শকমহলে পরিচিত হন মৌনি।

একতা কাপুরের ‘নাগিন2’ তাকে সফলতার শিখরে পৌঁছে দেয়। এরপরই সিরিয়াল থেকে হিন্দি ছবিতে তার অভিষেক ঘটে, বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের হাত ধরে ‘গোল্ড’ ছবির মাধ্যমে। বেশকিছু সিনেমায় আইটেম নাম্বার করেও নজর কেড়েছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : স্যুইমিংপুলে কালো বিকিনিতে উষ্ণতা ছড়ালেন এই বিশ্বসুন্দরী

সিনেমা বাদে মৌনির হট ছবিও বেশ জনপ্রিয় সোশাল মিডিয়ায়। ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্টেও বেশ পটু তিনি, একারনেই হইহই করে বাড়ছে তার ফলোয়ার্সের সংখ্যা।

সম্প্রতি মৌনির একটি ছবি পোস্ট হয় ‘পিঙ্কভিলা’ থেকে। স্লিভলেস ব্লাউজ সহ সাদা লেহেঙ্গার নজরকাড়া লুকের এই ছবিটি নেটিজেনেদের তাক লাগিয়ে দেয়। হট ছবিটির শেয়ার সংখ্যাও নেহাত কম নয়। তার পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ এবছরই মুক্তি পাবে। মৌনির সেই সেক্সি ছবিটি দেখে নিন আপনিও।

About Author