আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এই ভারতীয় মার্কেটে বিশেষ করে মিডরেঞ্জের ফোনের চাহিদা ব্যাপক। এই মার্কেটে অনেক বিদেশি কোম্পানি একাধিপত্য রাখলেও এবার এতে ধামাকা করতে পারে Motorola কোম্পানি। এই কোম্পানি একটি বাজেট মিড রেঞ্জ ফোন লঞ্চ করছে যা অনেক নামিদামি কোম্পানির সাথে কঠিন টক্কর দিতে পারবে। আবার এই ফোনে বর্তমানে ব্যাপক ডিসকাউন্ট দিচ্ছে Flipkart। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ফ্লিপকার্ট Motorola e13 ফোনে বিশাল ছাড় দিচ্ছে। ৯,৯৯৯ টাকার এই ফোনটি এখন ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের কার্ড থেকে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, এই ফোনটি ২৪৭ টাকার মাসিক EMI-তেও কেনা যাবে। এই এন্ট্রি লেভেল ফোনে 1600×720 পিক্সেল রেজোলিউশনের সাথে ৬.৫ ইঞ্চির IPS LCD প্যানেল রয়েছে। এই ডিসপ্লেটি ৬০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowMotorola e13 ফোনটি ৮GB পর্যন্ত RAM এবং ১২৮GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনে পাওয়া যায়। মাইক্রো SD কার্ডের মাধ্যমে ফোনের মেমরি ১TB পর্যন্ত বাড়ানো যাবে। প্রসেসর হিসেবে কোম্পানি এই হ্যান্ডসেটে UNISOC T606 চিপসেট দিচ্ছে। ফোনের ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ফোনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফেস আনলক ফিচার সহ এই ফোনে ৫০০০mAh ব্যাটারি রয়েছে, যা ১০W চার্জিং সাপোর্ট করে। যারা কম বাজেটে একটি ভালো ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একটি ভালো বিকল্প হতে পারে।