ভারতের বাজারে মটোরোলা কোম্পানিটি এখন বেশ জনপ্রিয় হতে শুরু করেছে। মোটোরোলা কোম্পানির একাধিক স্মার্টফোন ভারতের বাজারে এখন বেশ নাম করেছে বলা যেতে পারে। এই মুহূর্তে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ মটোরোলা কোম্পানির এই নতুন স্মার্ট ফোন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির নাম দেওয়া হয়েছে MOTO G24। এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন একটি শক্তিশালী ৬০০০ মিলি আম্পিয়ার ব্যাটারী। এছাড়াও এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চি ইমারসিভ পাঞ্চ হোল ডিসপ্লে। এটি ছাড়াও ফোনটিতে একটা শক্তিশালী প্রসেসর এবং শক্তিশালী ক্যামেরা রয়েছে। যদি আপনি এই ফোনটি পছন্দ করেন তাহলে জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির বিস্তারিত স্পেসিফিকেশন।
এই নতুন স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। এই একই প্রসেসর motorola তাদের আরো কয়েকটি স্মার্টফোনে ব্যবহার করে থাকে। motorola কোম্পানির এই নতুন স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন android ১৪ অপারেটিং সিস্টেমে। এই স্মার্ট ফোনে আপনারা পাবেন ৪ জিবি ও ৮ জিবি র্যামের অপশন। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন কোয়াড পিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল ক্ষমতা বিশিষ্ট। অন্যদিকে, সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৬০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই স্মার্ট ফোনটি ৮৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে কিন্তু এখন আপনারা মাত্র ৭৯৯৯ টাকায় অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে এই স্মার্ট ফোন কিনতে পারবেন।