Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

MOTOROLA – র এই দুর্দান্ত স্মার্টফোনটি আপনি কব্জিতে ব্রেসলেটের মতো পরতে পারবেন, দেখুন ফিচার

ফোল্ডেবল স্মার্টফোনের পরে এবারে মটোরোলা নিয়ে এসেছে এমন একটি ব্রেসলেট যা আদতে একটি স্মার্টফোন। এই ফোনটিকে আপনি ব্রেসলেট এর মত কব্জিতে পরতে পারেন। সম্প্রতি লেনোভো টেক ওয়ার্ল্ড ২০২৩-এর সময় মোটরোলা…

Avatar

ফোল্ডেবল স্মার্টফোনের পরে এবারে মটোরোলা নিয়ে এসেছে এমন একটি ব্রেসলেট যা আদতে একটি স্মার্টফোন। এই ফোনটিকে আপনি ব্রেসলেট এর মত কব্জিতে পরতে পারেন। সম্প্রতি লেনোভো টেক ওয়ার্ল্ড ২০২৩-এর সময় মোটরোলা pOLED ডিসপ্লে সহ এই কনসেপ্ট ফোন নিয়ে এসেছিল। এই স্মার্টফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আপনি পাবেন। এই ফোনটির স্ক্রিন কব্জিতে ফিট করে যায় পুরোপুরি ঘড়ির মত। আপনাদের জানিয়ে রাখি, আপনার কব্জি যেরকম সেই ভাবে এই ফোন বেঁকে যেতে পারে।

এই ফোনটি সম্পূর্ণ খোলা হলে আপনি ৬.৯ ইঞ্চি স্ক্রিন পেয়ে যাবেন। অন্য যে কোন স্মার্টফোনের মত এই ফোন আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও lenovo world কংগ্রেসের সময়ে মোটোরোলা একটি রোলেবল ফোনের কনসেপ্ট নিয়ে এসেছিল। নমনীয় ফোনটির ডিজাইন দেখে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। যদিও গ্রাহকদের জন্য এই স্মার্টফোন এখনো পর্যন্ত আসবে না বলেই মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে শুধুমাত্র motorola একা নয় ভিভো এবং টিসিএল এর মত কোম্পানিগুলি এই দৌড়ে ইতিমধ্যেই নাম লিখিয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে এই দুটি কোম্পানির নতুন স্মার্ট ফোন লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনে আপনি নতুন ধরনের ডিসপ্লে পেয়ে যাবেন। মটোরোলা জানিয়েছে তারা ইতিমধ্যেই এআই নিয়ে কাজ করতে শুরু করেছে। খুব শীঘ্রই কম্পিউটার এবং স্মার্টফোন উভয়ের জন্য ব্যক্তিগত সহকারি মোটো এআই ভারতের বাজারে আসতে পারে। তবে এই নতুন ডিভাইস কবে লঞ্চ হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।

About Author