Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের বাজারে এসে গেলো Motorola Edge+, জেনে নিন দাম এবং ফিচার

লকডাউনের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে Motorola Edge+ স্মার্টফোনটিকে। জানা গিয়েছে বেশ কিছু নতুন ফিচার রয়েছে ফোনটিতে। আসুন জেনে নিই সেগুলি সম্পর্কে। ডিসপ্লেঃ 6.7 ইঞ্চি সম্পূর্ণ HD+ AMOLED HDR10 +…

Avatar

লকডাউনের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে Motorola Edge+ স্মার্টফোনটিকে। জানা গিয়েছে বেশ কিছু নতুন ফিচার রয়েছে ফোনটিতে। আসুন জেনে নিই সেগুলি সম্পর্কে।

ডিসপ্লেঃ 6.7 ইঞ্চি সম্পূর্ণ HD+ AMOLED HDR10 + ডিসপ্লে সাথে 90Hz রিফ্রেশ রেট (2520×1080 পিক্সেল)

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসেসরঃ অক্টাকোর স্ন্যাপড্রাগন 865 প্রসেসর সাথে Adreno 650 GPU

র‍্যাম: 12 জিবি

স্টোরেজঃ 256 জিবি UFS 3.0

অপারেটিং সিস্টেমঃ Android 10

রিয়ার ক্যামেরাঃ 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে স্যামসাং সেন্সর, 16 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স

ফ্রন্ট ক্যামেরাঃ 25 মেগাপিক্সেল

ব্যাটারিঃ 5000mAh ব্যাটারি, 18W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং।

অন্যান্য বৈশিষ্ট্যঃ Wi-Fi 6 802.11 ax (2.4GHz + 5GHz), 5G SA/NSA Dual 4G VoLTE, Bluetooth 5.1, GPS, NFC, USB Type-C চার্জিং পোর্ট, স্টেরিও স্পিকার এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এই স্মার্টফোনটি 26শে মে থেকে ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোরে পাওয়া যাবে। এটির দাম পড়বে 74,999 টাকা। ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইনে ফোনটির আগাম বুকিং শুরু হয়ে গিয়েছে।

About Author