স্টাইলিশ লুক, হাই-পারফরম্যান্স ফিচার আর শক্তিশালী ক্যামেরা—এই তিন মিলেই বাজারে হাজির হল Motorola Edge 50 Pro। প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে প্রতিযোগিতায় নামানো এই স্মার্টফোন ইতিমধ্যেই আলোচনায় এসেছে। দাম থেকে শুরু করে ফিচার, সব কিছুই নজর কেড়েছে টেকপ্রেমীদের।
ডিজাইন ও ডিসপ্লে
Motorola Edge 50 Pro-এ রয়েছে ৬.৭ ইঞ্চির pOLED ডিসপ্লে। এর ১৪৪Hz রিফ্রেশ রেট ও ২০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ব্যবহারকারীদের জন্য স্মুথ স্ক্রলিং ও শার্প ভিউয়িং এক্সপেরিয়েন্স এনে দেয়। ফোনটি IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফায়েড, ফলে দৈনন্দিন ব্যবহারে এটি আরও সুরক্ষিত।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowক্যামেরা সেটআপ
এই স্মার্টফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেন্সর। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স ও ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। প্রতিটি ছবি আরও স্পষ্ট ও ডিটেলড আসে। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা এই প্রাইস সেগমেন্টে এক বড় সুবিধা।
পারফরম্যান্স ও প্রসেসর
ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট, যা ৪nm টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি। এর ফলে হাই-এন্ড গেমিং হোক বা একাধিক অ্যাপ একসঙ্গে চালানো—সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা পাবেন ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা।
র্যাম ও স্টোরেজ
Motorola Edge 50 Pro দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে—৮GB RAM এবং ১২GB RAM। এর সঙ্গে রয়েছে ২৫৬GB UFS 2.2 স্টোরেজ, যা দ্রুত ডাটা প্রসেসিং ও স্মুথ অ্যাপ এক্সপেরিয়েন্স নিশ্চিত করে।
ব্যাটারি ও চার্জিং
৪,৫০০mAh ক্ষমতার ব্যাটারি ফোনটিকে দীর্ঘ সময় ব্যাকআপ দিতে সক্ষম। সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো ১২৫W TurboPower ফাস্ট চার্জিং, যা কয়েক মিনিটেই বড় অংশ চার্জ করে দেয়। এর পাশাপাশি রয়েছে ১৫W ওয়্যারলেস চার্জিং ও ৫W রিভার্স চার্জিং সাপোর্ট।
দাম ও অফার
ভারতে Motorola Edge 50 Pro-এর দাম রাখা হয়েছে ৪১,৯৯৯। তবে অনলাইন প্ল্যাটফর্মে এই ফোন কেনার সময় ৮,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট মিলতে পারে। ফলে দাম আরও আকর্ষণীয় হয়ে দাঁড়াচ্ছে।