টেক বার্তা

AI চালিত ট্রিপল ক্যামেরা, শেষ হতে চাইবে না ব্যাটারি, দারুণ এই স্মার্টফোনটির দাম এক মাসের মাইনেরও কম

Advertisement
Advertisement

ভারতীয় বাজার থেকে প্রায় উধাও হয়ে যাওয়া মটোরোলা গত ২ বছর ধরে নতুন স্মার্টফোন লঞ্চ করে আলাদা জায়গা করে নিতে সক্ষম হয়েছে। প্রতিবারের মতো এবারও মটোরোলা তাদের নতুন বাজেট ফোন Motorola E32S ভারতের বাজারে উন্মোচন করেছে। স্পেসিফিকেশন অনুযায়ী, মটো ই৩২এস ৯০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১২ এবং ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা নিয়ে আসে।

Advertisement
Advertisement

নতুন ফিচার নিয়ে আসা মটোরোলার নতুন স্মার্টফোনটিতে থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। যার ফটোগ্রাফি এবং ভিডিও বেশ ভালো প্রমাণিত হতে পারে। গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে মটোরোলা খুব কম দামের একটি স্মার্টফোনটি লঞ্চ করেছে, যা প্রিমিয়াম ডিজাইনের। মোটো ই৩২এস প্রাথমিক মূল্যে ৬ জুন থেকে ভারতীয় বাজারে পাওয়া যাচ্ছে। জিও মার্ট, জিও মার্ট ডিজিটাল, রিলায়েন্স ডিজিটাল এবং ফ্লিপকার্টের ৬০ হাজারের বেশি রিটেইল স্টোরে দাম পড়বে মাত্র ৮,৯৯৯ টাকা। মোটো ই৩২এস ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে মাত্র ৯,৯৯৯ টাকায়। এতে আপনি দুটি রঙ দেখতে পাবেন।

Advertisement

Motorola E32S

Advertisement
Advertisement

মটো ই৩২এস সেগমেন্টের প্রথম অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম বেশ দর্শনীয়। এতে আপনি দীর্ঘস্থায়ী ব্যাটারি সহ ১৬ মেগাপিক্সেল এআই চালিত ট্রিপল ক্যামেরা, ১৫ ওয়াট চার্জিং ক্ষমতা সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি পাবেন। ফোনটির ব্যাটারি বেশ ভালো বলে জানা গিয়েছে। ফুল চার্জ দেওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত চলবে এই স্মার্টফোন।

Advertisement

Related Articles

Back to top button