বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্বাস্থ্য ও গাড়ির বিমা পুনর্নবীকরণ নিয়ে উপভোক্তাদের খুশির খবর শোনালেন। আগামী ১৫ মে পর্যন্ত বিমা পুনর্নবীকরণ করা যাবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জারি হওয়া লকডাউনের কারণে উপভোক্তারা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা হ্রাস করার লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ট্যুইটারে বলেন, ‘স্বাস্থ্য ও গাড়ির বিমা পুনর্নবীকরণের সুবিধা পাওয়া যাবে ১৫ মে, ২০২০ পর্যন্ত। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’
কোভিড ১৯ আটকাতে লকডাউনের কারণে যারা বিমার টাকা জমা দিতে পারছেন না, তারা বিশেষ সুবিধা পাবেন এই বিজ্ঞপ্তি অনুসারে। এর জন্য তাদের অতিরিক্ত কোন চার্জ দিতে হবে না। প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতে কোভিড ১৯ রোগের বিস্তার রোধে দেশব্যাপী চলা লকডাউন ২১ দিনের থেকে আরও ১৯ দিন বাড়িয়েছে কেন্দ্র। এই লকডাউন চলাকালীন সমস্ত ব্যাংকের শাখা এবং এটিএম খোলা থাকবে বলে জানিয়েছে সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,৩৮০-তে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৪০৪ জনের। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) জানিয়েছে যে তারা ভারতের সাথে কাজ করতে আগ্রহী। ২০১৪ সালে পোলিওকে নির্মূল করতে যে কৌশলগুলি কাজে লাগিয়েছিল ভারত সরকার ও WHO, সেভাবেই কোভিড -১৯-এর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা হবে।।