ভারত বার্তা ডেস্কঃ আজ সোমবার অসীম ক্ষমতাধারী নারী তথা সকলের মা মাদার টেরজার জন্মদিন সাড়ম্বরে পালিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে। সুদুর কলকাতায় জন্মদিন পালনে সামিল হলেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। মাদার টেরেজাকে শ্রদ্ধা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমাদের উচিৎ সকলের বিপদে পাশে দাড়ানো এবং সেবা করা মহান ধর্ম পাশাপাশি সকলকে তিনি সবসময় হাসি মুখে থাকতে বলেছেন। তার মন্তব্যে বিভিন্ন মহলের একাংশ সমালোচনা করলে তিনি সেই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ একেবারেই। অন্যদিকে মাদার টেরজার জন্মদিন উপলক্ষে কলকাতার টেরেজা হাউজ আলোর রোশনাই সেজে উঠেছে। সেখানে আনন্দে মেতে উঠেছে আবালবৃদ্ধবনিতা।
মাদার টেরেজাকে শ্রদ্ধা জানিয়ে মমতা ব্যানার্জী যা বললেন, শুনে নিন তিনি কি বলেছেন!
ভারত বার্তা ডেস্কঃ আজ সোমবার অসীম ক্ষমতাধারী নারী তথা সকলের মা মাদার টেরজার জন্মদিন সাড়ম্বরে পালিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে। সুদুর কলকাতায় জন্মদিন পালনে সামিল হলেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?