Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIRAL VIDEO : চলন্ত ট্রেনের দুটি বগির মাঝে বসে জীবনের ঝুঁকি নিয়ে বুকে আগলে সন্তানকে সামলাচ্ছেন মা

শ্রেয়া চ্যাটার্জি : দুটি লাইনের মধ্যে দিয়ে ট্রেন চলেছে। কোলে আছে একটি বাচ্চা। না শুধু এইটুকু হলে হয়তো ছবিটি এতটা ভাইরাল হতো না। বাচ্চাটিকে আগলে রেখে মা ট্রেনের কম্পার্টমেন্টের ভিতরে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : দুটি লাইনের মধ্যে দিয়ে ট্রেন চলেছে। কোলে আছে একটি বাচ্চা। না শুধু এইটুকু হলে হয়তো ছবিটি এতটা ভাইরাল হতো না। বাচ্চাটিকে আগলে রেখে মা ট্রেনের কম্পার্টমেন্টের ভিতরে নয় দুটো কম্পার্টমেন্টের মাঝখানে একটা সরু রডের মাঝখানে বসে আছে। অসহায়ত্বের চরম ছবি ফুটে উঠেছে এই ভিডিওটিতে। দেখলে গা শিউরে উঠতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার মাতৃত্বের কাছে বোধহয় সব কিছুই হার মানে।যাদের জীবনটা খুব সহজে বয়ে যায় খুব সহজে কেটে যায় তারা হয়তো এই সংগ্রাম গুলোকে কোনদিন কল্পনা করতে পারবেনা। জীবনের প্রতিটা পদক্ষেপে আছে সংগ্রাম প্রতিটা পদক্ষেপে রয়েছে যুদ্ধ। অস্তিত্বের জন্য যুদ্ধ করতে করতে একটু একটু করে এগিয়ে যাওয়া, তার প্রকৃষ্ট উদাহরণ বোধহয় এই সন্তান বুকে রমনীর ভিডিওটি।
About Author