Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

7th Pay Commission: সপ্তম বেতন কমিশনের নতুন পরিসংখ্যান, কর্মীদের বেতন বেড়েছে ২৭ হাজার টাকা

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য রয়েছে সুখবর। শ্রম মন্ত্রক জুন ২০২৩ AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছে। জুন মাসের এআইসিপিআই সূচকে বড় লাফ দেখা যাচ্ছে। এআইসিপিআই সূচ মে মাসে ১৩৪.৭ থেকে জুনে ১৩৬.৪…

Avatar

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য রয়েছে সুখবর। শ্রম মন্ত্রক জুন ২০২৩ AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছে। জুন মাসের এআইসিপিআই সূচকে বড় লাফ দেখা যাচ্ছে। এআইসিপিআই সূচ মে মাসে ১৩৪.৭ থেকে জুনে ১৩৬.৪ এ পৌঁছেছে। এইভাবে জুন মাসে AICPI সূচক বেড়েছে ১.৭ পয়েন্ট। মে মাসের তথ্য অনুযায়ী, মোট ডিএ বৃদ্ধির স্কোর ছিল ৪৫.৫৮ শতাংশ, যা জুনে বেড়ে হয়েছে ৪৬.২৪ শতাংশ।এর পর এখন প্রায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়বে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা সরকারের কাছ থেকে এর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। তবে, নতুন বর্ধিত হার শুধুমাত্র ১ জুলাই ২০২৩ থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে।DA hike বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ (সপ্তম বেতন কমিশনের DA বৃদ্ধি) ভাতা পাচ্ছেন। মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হলে তা বেড়ে দাঁড়াবে ৪৬ শতাংশে। কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বার্ষিক ৮,৬৪০ টাকা থেকে বেড়ে ২৭,৩১২ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসিক বৃদ্ধির কথা বললে, এটি ৭২০ টাকা থেকে ২২৭৭ টাকা পর্যন্ত হতে পারে। এর ফলে কেন্দ্রের ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন।
About Author