Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বর্ষায় বাড়তে পারে সংক্রমণের মাত্রা, চাঞ্চল্যকর দাবী করলো IIT Bombay

দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল সরকার থেকে স্বাস্থ্যকর্মীরা। যদিও দীর্ঘমেয়াদী লকডাউন ঘোষণা করা হয়েছে, তবে তাতেও মেলেনি সুফল। এই অবস্থায় আরও চাঞ্চল্যকর রিপোর্ট দিলো…

Avatar

দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল সরকার থেকে স্বাস্থ্যকর্মীরা। যদিও দীর্ঘমেয়াদী লকডাউন ঘোষণা করা হয়েছে, তবে তাতেও মেলেনি সুফল। এই অবস্থায় আরও চাঞ্চল্যকর রিপোর্ট দিলো IIT Bombay। তাদের দেওয়া রিপোর্টে জানা গিয়েছে বর্ষায় বাড়তে পারে করোনা আক্রান্তের মাত্রা।

তাদের গবেষণাপত্রের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, বর্ষার আর্দ্র-শীতল আবহাওয়াতে অনেকটাই বেড়ে যেতে পারে করোনা সংক্রমণ। গবেষণার অন্যতম দুই সদস্য অধ্যাপক অমিত আগরওয়াল এবং রজনীশ ভরদ্বাজের মতে, যেহেতু বর্ষায় সর্দি-কাশির সমস্যা বৃদ্ধি পায় তাই হাঁচি-কাশি থেকে নির্গত ড্রপলেট আর্দ্র বাতাসে দীর্ঘক্ষণ স্থায়ী হয়। এর ফলে বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে ভাইরাস খুব সহজেই ছড়িয়ে পড়ে। এই কারণে বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখযোগ্য, ১লা মার্চ থেকে ১০ই এপ্রিল পর্যন্ত নিউ ইয়র্ক, শিকাগো, মিয়ামি, সিঙ্গাপুর, সিডনি এবং লস অ্যাঞ্জেলেস এই ছ’টি শহরের তাপমাত্রা ও আর্দ্রতার ওপর ভিত্তি করে করোনার অবস্থা পর্যবেক্ষণ করার পর ভারতে বর্ষার নিয়ে এই আশঙ্কা উঠে এসেছে। তবে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর গবেষকরা এই তথ্য মানতে নারাজ। তাদের দাবী এই বিষয়ে এখনও কিছু প্রমাণিত হয়নি।

About Author