Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভয়ের কোন কারন নেই, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। তিনি এখন AIIMS-র চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। রবিবার রাত ৮ টা নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় তাঁকে…

Avatar

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। তিনি এখন AIIMS-র চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। রবিবার রাত ৮ টা নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। এখন অবস্থার উন্নতি হওয়াতে তাঁকে আইসিইউ থেকে বার করা হয়েছে। সূত্রের খবর, নতুন ওষুধের ফলে হঠাৎ করেই তাঁর শরীর অসুস্থ হয়ে যায়।

সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর জ্বর হলেও সেটা অন্য কোন কারণ থেকে নয়। বর্তমানে AIIMS-র Cardiothoracic centre-র চিকিৎসক দল তাঁর দেখাশুনা করছে। বর্তমানে তিনি সমস্ত শারীরিক দিক থেকেই সুস্থ আছেন বলে জানা গেছে। ২০০৯ সালে তাঁর করোনারি বাইপাস সার্জারি হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রাক্তন প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে বিভিন্ন মহল থেকে দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এখনও রাজ্যসভার সদস্য আছেন।

About Author