Money Plant Direction: দক্ষিণ দিকে এই গাছ লাগালেই ঘরে আসবে অর্থ, মিটবে অভাব

Advertisement
Advertisement

যেকোন গৃহস্থ বাড়িতেই মানি প্ল্যান্ট ও তুলসী গাছ লাগানো শুভ বলে ধরা হয়। এই দুই ধরনের গাছই সাধারণের জীবনে ও গৃহস্থ ঘরে বয়ে আনে সৌভাগ্য। তবে এই মুহূর্তে মানি প্ল্যান্টই আলোচনার মূল বিষয়। নির্দিষ্ট নিয়ম মেনে এই গাছ ঘরে রাখা হলে, তা বয়ে আনে সৌভাগ্য। দূর করে বাধা বিপত্তিও। বাস্তু মেনে, মানি প্ল্যান্ট লাগানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরাও।

Advertisement
Advertisement

আজকালকার যুগে বেশিরভাগ বাড়িতেই মানি প্ল্যান্ট লাগানো হয়ে থাকে সাজসজ্জার জন্য। তবে এই গাছ যে শুধুমাত্র ঘরের সৌন্দর্য বাড়ায় তা নয়, উন্নতি ঘটায় আর্থিক অবস্থারও। মানা হয়, মানি প্ল্যান্ট যেকোনো গৃহস্থ ঘরের আর্থিক উন্নতি ঘটায়। তবে এই গাছ ঘরের কোন দিকে রাখলে সবথেকে শুভ সেই প্রসঙ্গে নিজেদের মতামত জানিয়েছেন, বাস্তু বিশেষজ্ঞ মধু কোটিয়া।

Advertisement

বাস্তুশাস্ত্র অনুযায়ী, দক্ষিণ দিককে সম্পদ ও সমৃদ্ধির দিক হিসেবেই ধরা হয়। এক্ষেত্রে মধু কোটিয়া জানান, দক্ষিণ দিকে মানিপ্ল্যান্ট রাখলে তা গৃহস্থ ঘরে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে। আকর্ষণ করে অর্থকেও। মানা হয়, যদি এই গাছ ঘরের দক্ষিণ দিকে স্থাপন করা হয় তবে এটি ইতিবাচক শক্তি ও সমৃদ্ধিকে আকর্ষণ করে থাকে। এছাড়াও দক্ষিণ পূর্ব দিককে মানিপ্ল্যান্ট রাখার জন্য শুভ দিক বলে মনে করা হয়। এটি সিদ্ধিদাতা গণেশের দিক হিসেবেই বিবেচনা করা হয়।

Advertisement
Advertisement

নিয়ম:

১) মানিপ্ল্যান্ট লাগানোর সময় খেয়াল রাখতে হবে সেটি যেন সবসময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক করেই রাখা হয়। কারণ গৃহস্থ বাড়ির জন্য এই গাছ কখনোই উত্তর-পূর্ব দিক করে রাখা শুভ হয়না।

২) বাড়িতে এই গাছ লাগানোর সময় আবশ্যিকভাবে খেয়াল রাখতে হবে যাতে এটি প্লাস্টিকের কোন পাত্রে কিংবা টবে রাখা না হয়। সবসময় এই প্ল্যান্ট সবুজ রঙের কাঁচের বোতল কিংবা মাটির পাত্রে রাখাই শুভ বলে মানা হয়।

৩) এই গাছ লাগানোর পর খেয়াল রাখতে হবে যাতে এই গাছ উপরের দিকে উদীয়মান হয়। কারণ উপরের দিকে ওঠা মানে সমৃদ্ধি-উন্নতি। পাশাপাশি এর উপরই নির্ভর করে আয় বৃদ্ধি। দূর হয় নানা আর্থিক সমস্যাও।

৪) এই গাছ লাগানোর পর যদি প্রতি শুক্রবার কাঁচা দুধে জল মিশিয়ে এই গাছের গোড়ায় ঢালা হয় তাহলে, তাতে মা লক্ষ্মীও সন্তুষ্ট হয় বলে মানা হয়ে থাকে।

৫) গৃহস্থ বাড়িতে কিংবা কর্মস্থানে এই গাছ রাখার সময় সবসময় মাথায় রাখতে হবে যাতে এটি ঘরের মধ্যে থাকে। ঘরের বাইরে এই প্ল্যান্ট রাখা কখনোই শুভ হয়না।

৬) মানিপ্ল্যান্ট যদি শুকিয়ে যায় তাহলে, অবিলম্বে সেটি সরিয়ে নতুন মানিপ্ল্যান্ট প্রতিস্থাপন করুন। পাশাপাশি যদি মানিপ্ল্যান্টের কোন পাতা শুকিয়ে যায় তাহলে, সেই পাতা তুলে ফেলে দিন। কারণ শুকনো মানিপ্ল্যান্ট কিংবা তার শুকনো পাতা গৃহস্থের জন্য অশুভ বলেই মনে করা হয়।

Advertisement

Related Articles

Back to top button