ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Ideaa: এই সস্তা ইটের এখন চাহিদা বাম্পার, সরকার থেকে ঋণ নিয়ে শুরু করুন এই ইটের ব্যবসা

আজকালকার দিনে ফ্লাই অ্যাশ থেকে তৈরি ইটের একটা দারুন বাজার শুরু হয়েছে

Advertisement
Advertisement

আজকাল সারা দেশে সবাই নিজেদের একটা বাড়ি করার চেষ্টা করছেন। আমাদের দেশে সাধারণত মাটির তৈরি ইট দিয়ে বাড়ি তৈরি হয়। কিন্তু গত কয়েক বছর ধরে ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি ইট দিয়েও বাড়ি তৈরি হচ্ছে। ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি যে ইট সেগুলো কেবল হালকা নয়, মাটির ইটের তুলনায় কিন্তু এগুলো সস্তা। এই কারণেই ফ্লাই অ্যাশ ব্রিকস আজকাল একটা দারুন ব্যবসা হয়ে উঠেছে। আপনিও যদি এরকম ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন তাহলে আপনি মোটা টাকা রোজগার করে ফেলতে পারবেন। আজ আমরা আপনাদের জানাতে চলেছি কিভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন এবং এই ব্যবসায় কত টাকা রোজগার আপনি করতে পারবেন।

Advertisement
Advertisement

সবথেকে বড় ব্যাপারটা হলো এই ইট তৈরিতে বেশিরভাগ পাওয়ার প্ল্যান্ট এবং স্টোন ক্রাশার থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ ব্যবহার করা হয়। তাই এটা কিন্তু একটা টেকসই ব্যবসা হতে চলেছে। ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরি করার ব্যবসা শুরু করতে আপনার খুব একটা বেশি টাকা খরচ করতে হবে না। আপনি যদি ম্যানুয়াল মেশিন দিয়ে আপনার ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়াও একটি স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করলে আপনাকে কুড়ি লক্ষ টাকা খরচ করতে হবে। স্বয়ংক্রিয় মেশিন এমনিতে ব্যয়বহুল তবে কম সময়ে আপনি অনেক বেশি ইট তৈরি করতে পারবেন। কাঁচামাল মেশানো থেকে শুরু করে ইট তৈরি করা পর্যন্ত সব কাজ মেশিন করে দেবে এবং আপনার শ্রম অনেক কম লাগবে। এই মেশিনটি এক ঘন্টায় ১ হাজার ইট তৈরি করতে পারে।

Advertisement

বিদ্যুৎ কেন্দ্রের ছাই সিমেন্ট এবং পাথরের ধুলোর মিশ্রণে এই ইট আপনি তৈরি করতে পারবেন। ১০০ গজ জমিতে সহজেই এই ম্যানুয়াল মেশিন স্থাপন করা যায়। অর্থাৎ আপনার খুব বেশি জায়গার প্রয়োজন হবে না। এই মেশিন পরিচালনা করতে পাঁচ থেকে ছয়জনের প্রয়োজন হবে এবং এটি দিয়ে দৈনিক প্রায় তিন হাজার ইট তৈরি করতে পারবেন আপনি। আপনি যদি এক মাসে ৩০ হাজার ইট তৈরি করতে পারেন তাহলে আপনি ভালো আয় করতে পারবেন এই ব্যবসা থেকে। প্রাথমিকভাবে একটি ম্যানুয়াল মেশিন দিয়ে ব্যবসা শুরু করে আপনি যদি লাভের মুখ দেখেন তাহলে আপনি স্বয়ংক্রিয় মেশিন ইন্সটল করে আরো বেশি উপার্জন করতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button