Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘চুমু তোমার কোমরে’, মনামীর উত্তাল লুক সামলাতে না পেরে যা করল যুবক

মনামী ঘোষ! বয়স বাড়লেও এই নায়িকার ব্যক্তিগত জীবন, তাঁর সৌন্দর্য, জীবনযাপন নিয়ে সকলের থাকে নানান কৌতুহল। মনামী মানেই স্টাইলে ভরপুর। এই টলি ডিভা এখনো বিয়ে করেননি নিজের রুপের জাদুতে ঘায়েল…

Avatar

By

মনামী ঘোষ! বয়স বাড়লেও এই নায়িকার ব্যক্তিগত জীবন, তাঁর সৌন্দর্য, জীবনযাপন নিয়ে সকলের থাকে নানান কৌতুহল। মনামী মানেই স্টাইলে ভরপুর। এই টলি ডিভা এখনো বিয়ে করেননি নিজের রুপের জাদুতে ঘায়েল করেছেন বহু পুরুষ মন। নেট মহলে অনেকেরই একটা প্রশ্ন মনামীর বোধহয় বয়স কমেই চলেছে। কবে থেকে একই রকম জৌলুস, যৌবন, সৌন্দর্য ধরে রেখেছেন। এ কথাই বারে বারে বলে যায় ভক্তরা।

মনামীকে আবার অনেকে টলিউডের বার্বি বলে ডাকতে বেশি পছন্দ করেন। অভিনয় আর নাচের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো রকম সক্রিয় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। আর সেখানে নানান লুকের ঝলক শেয়ার করেন মনামী। নিজের লুকে নেটিজেনদের পাগল করে তোলেন নায়িকা। নানান ফটোশুটের জন্য নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোবাসেন টলিউডের এই অন্যতম সেরা অভিনেত্রী। ওয়েস্টার্ন হোক শাড়ি সবেতেই বহু পুরুষের মনে ঝড় তুলতে এক্সপার্ট অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

'চুমু তোমার কোমরে', মনামীর উত্তাল লুক সামলাতে না পেরে যা করল যুবক

সম্প্রতি হইচই’তে মুক্তি পেয়েছে মনামী অভিনীত সিরিজ মৌচাক। যেখানে মৌ বৌদির রূপে আর অভিনয়ে দুইতে ঘায়েল হয়েছে বহু জন। তবে এবার নতুন ফটোশুটে অনুগামীদের ঘাম ছুটিয়েছেন নায়িকা। এবার নীলপরীর রূপে ইনস্টাগ্রামে ধরা দিলেন তিনি। মনামী পড়নে দেখা গেল নীল শাড়ি ও প্রিন্টেড ব্লাউজ খোলা চুল আর লাস্যময়ী রুপে । অভিনেত্রীর এই ছবি পোস্ট করার পরেই সেটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অগুনতি লাইক এবং কমেন্ট ভড়ে গিয়েছে মনামীর ছবি।

একেক জন একেক রকম মন্তব্য করেছে তাতে। তবে বেশিরভাগ নেটিজেনই চোখ আটকেছে মনামীর৷ মেদহীন সরু কোমরে। অনেকে প্রশংসা করেছেন তো অনেকে অশ্লীল ভাষায় কমেন্ট করতেও ভোলেননি৷ কেউ লিখেছে, উফফ কি লাগছে’, ‘কেন তুমি এত সুন্দর’, আবার কেউ লিখেছেন, ‘এভাবে আর বুকে ব্যথা দিও না’। তবে সব কমেন্টের মাঝে একটি কমেন্ট সবার খুব খারাপ লেগেছে। যেখানে অর্ণব খাস্তগি নামের এক ইউজার লিখেছে, ‘উফফ! চুম্মা তোমার লাল টুকটুকে কোমরে’। ওই ব্যক্তির প্রকাশ্যে এমন মন্তব্য দেখে রেগে গিয়েছে বহু নেট ইউজার। মনামীর এক অনুগামী রেগে লিখেছে, ‘কেন ঘরে বউ নেই’? আরো অনেকে প্রতিবাদ করেছেন। তবে মনামীর এই পোস্ট বেশ ভাইরাল।

'চুমু তোমার কোমরে', মনামীর উত্তাল লুক সামলাতে না পেরে যা করল যুবক

About Author