Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রঙিন পোশাকে পাহাড় ভ্রমণে মনামী ঘোষ, দেখুন এক্সক্লুসিভ ছবি

দাদাগিরি আনলিমিটেড জয়ের পর মনামী বেড়িয়ে পড়েছিলেন পাহাড় ভ্রমণে। মানুষের সঙ্গে প্রেম করার থেকে বেশি প্রকৃতিকেই ভালবাসেন মনামী, আর তাইতো তাঁর বয়স বাড়ে না। আপনিও জানেন প্রেমে কত ঝক্কি ঝামেলা…

Avatar

দাদাগিরি আনলিমিটেড জয়ের পর মনামী বেড়িয়ে পড়েছিলেন পাহাড় ভ্রমণে। মানুষের সঙ্গে প্রেম করার থেকে বেশি প্রকৃতিকেই ভালবাসেন মনামী, আর তাইতো তাঁর বয়স বাড়ে না। আপনিও জানেন প্রেমে কত ঝক্কি ঝামেলা দিপ্রেশন……এর থেকে ব্যাগ গুছিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়ার কোন তুলনা হয় না। মন ও শরীর দুইই চাঙ্গা থাকে।

আর তাইতো মনামী ঘোষ ঘুরতে গিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসে ভিডিওটি করেছেন। ক্যাপশনে দিয়েছেন, “বয়স দিন দিন যদি কারও কমে তাহলে …

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

পাহাড়ের কোলে গিয়ে কখনো উঁকি দিয়ে প্রেম নিবেদন করছেন পাহাড়কে, কখনো আবার হাতে গরম গরম নুডলস নিয়ে রসনার তৃপ্তি ঘটাচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

পাহাড়ে নেই কোনও মন খারাপ। নেই ভিড়। নেই আলস্য, নেই কপটতা। চারিদিকে শুধুই শান্ত স্নিগ্ধ প্রেম আর একরাশ শান্তি।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

কি মনে হচ্ছে? পাহাড় কি আপনাকেও ডাকছে? আরেকটু শিথিল হতে দিন পরিবেশ, তারপরেই বেড়িয়ে যান পাহাড়ের উদ্দেশ্যে।

About Author