Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঐশ্বর্যকে টেক্কা দিলেন বাংলার মনামী ঘোষ, রইল নজরকাড়া ভিডিও

এবারের মনামীকে দেখলে আপনি চোখ ফেরাতেই পারবেন না। ডিপ পিঙ্ক রঙের লেহেঙ্গা পড়ে, চুল ছেড়ে ওড়ালেন ঘুড়ি। মনামীর এই স্টাইল আপনার নজর কাড়বেই। ভীষণ হালকা মেকআপে আর ডিপ গোলাপি লেহেঙ্গায়…

Avatar

এবারের মনামীকে দেখলে আপনি চোখ ফেরাতেই পারবেন না। ডিপ পিঙ্ক রঙের লেহেঙ্গা পড়ে, চুল ছেড়ে ওড়ালেন ঘুড়ি। মনামীর এই স্টাইল আপনার নজর কাড়বেই। ভীষণ হালকা মেকআপে আর ডিপ গোলাপি লেহেঙ্গায় মোহময়ী রূপে ধরা দিয়েছেন দাদাগিরির বিজেতা মনামী ঘোষ। চলুন আগে ভিডিওটি দেখে নিই। তারপর বাকি কথা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দাদাগিরি আনলিমিটেড অনুষ্ঠানটির শ্যুটিং-এর পরেই দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। পাহাড় তাঁর বড্ড প্রিয় আর ঘুরলেই নাকি তাঁর মন ভালো থাকে সাথে বয়সও ধরে রাখা যায়। তাই ফাঁক পেলেই ঘুরতে বেড়িয়ে যান মনামী। এবারও দার্জিলিং গিয়ে অনেক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এবারে পোস্ট করলেন একদম নতুন ধরনের ছবি, যেখানে অভিনেত্রী গাড় পিঙ্ক লেহেঙ্গায় অপরূপা হয়ে উঠেছেন। হাতে ঘুড়ি নিয়ে নীল আকাশে ছুঁড়ে দিচ্ছেন।

ঐশ্বর্যকে টেক্কা দিলেন বাংলার মনামী ঘোষ, রইল নজরকাড়া ভিডিও

এই ঘুড়ি কার উদ্দেশ্যে উড়িয়ে দিচ্ছেন তিনি তা একমাত্র মনামী ঘোষ নিজেই জানেন। তবে তাঁর এই ছবি ও ভিডিও স্বয়ং ঐশ্বর্যকেও টেক্কা দিতে পারে বলে মনে করছেন নেটিজেনরা।

About Author