Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্যাকলেস ব্লাউজ ও শিফন শাড়িতে ঝড় তুললেন অভিনেত্রী মনামী, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন অভিনেত্রী মনামী ঘোষ। এবার ব্যাকলেস ব্লাউজ ও কমলা রঙের শিফন শাড়িতে দেখা গেল তাঁকে। ‘আজ জানে কি জিদ না করো’ গানটির সাথে এই পোশাকে…

Avatar

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন অভিনেত্রী মনামী ঘোষ। এবার ব্যাকলেস ব্লাউজ ও কমলা রঙের শিফন শাড়িতে দেখা গেল তাঁকে। ‘আজ জানে কি জিদ না করো’ গানটির সাথে এই পোশাকে হট ভিডিও পোস্ট করেছেন মনামী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ক্রমশ তা ভাইরাল হয়ে যায়। নিজের পাশের বাড়ির মেয়ের ইমেজ অবশেষে ভেঙে দিলেন মনামী। এর মধ্যে টেলি ও টলি নায়িকাদের নিয়ে এই বছরের দুর্গাপূজার থিম সং ‘দুগ্গা এলো’ তৈরী হয়েছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে দিয়ে এই গানটি শুরু হলেও এই গানে বিশেষ ভাবে নজর কেড়েছেন। এই মিউজিক ভিডিওর শুটিং-এর ভ্লগ নিজের ইউটিউব চ্যানেলে মনামী পোস্ট করেন। প্রসঙ্গত এই মুহূর্তে মনামীর ইউটিউব চ্যানেলের ভিউয়ারস ওয়ান মিলিয়ন ছাড়িয়েছে। তাই সফল অভিনেত্রী হবার পাশাপাশি মনামীকে এখন সফল ভ্লগারও বলা চলে।

‘দুগ্গা এলো’ মিউজিক ভিডিওয় মনামীকে এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। একে একে প্রত্যেক মহিলাদের সঙ্গে প্রিয়াঙ্কার দেখা হবে। প্রত্যেক মহিলার মধ্যে মা দুর্গার সুপ্ত রূপের ব্যাখ্যা করা হয়েছে এই মিউজিক ভিডিওয়। গায়িকা আকৃতি কক্কর ও দেবাঞ্জলী বি যোশী ‘দুগ্গা এলো’ গানটি গেয়েছেন এবং এই ভিডিওর মিউজিক কম্পোজ করেছেন অজয় সিনহা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

View this post on Instagram

Because it's 1 MILLION

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

মিউজিক ভিডিওতে প্রিয়াঙ্কা সরকার ও মনামী ঘোষ ছাড়াও দেখা গিয়েছে অভিনেত্রী সন্দীপ্তা সেন,তৃণা সাহা,অদ্রিজা রায়,স্বস্তিকা দত্ত,রোশনি ভট্টাচার্য,অন্তঃশীলা ঘোষ,বিবৃতি চ্যাটার্জি এবং ঋত্বিকা সেনকে। প্রত্যেকে ভিন্ন ভিন্ন সাজে ,ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে মিউজিক ভিডিওয়। প্রতিটি চরিত্রের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এই ভিডিওতে কখনো মনামীকে নাচতে দেখা গেছে,কখনো বিবৃতিকে ট্যাক্সির উপর আঁকতে দেখা গেছে। কখনো কুমোরটুলির ঠাকুর গড়াকে নিজের রঙ-তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তুললেন স্বস্তিকা,কখনো রাস্তায় এক রিকশাচালকের সঙ্গে খুশিমনে সেলফি তুললেন ঋত্বিকা ও রোশনি। এক ফুলওয়ালি মাথায় ঝুড়ি তুলতে সাহায্য করলেন তৃণা। কখনো বয়স্কদের সঙ্ঘে ধুনুচি নাচে পা মেলালেন সন্দীপ্তা। সবশেষে অন্তঃশীলা ও অদ্রিজা উত্তর কোলকাতার রাস্তায় গিটার বাজিয়ে গান গাইলেন। ‘দুগ্গা এলো’ সবদিক থেকে প্রায় রামধনু রঙের মিউজিক ভিডিও বলা চলে। ‘দুগ্গা এলো’ নেটিজেনদের অন্যতম পছন্দের মিউজিক ভিডিওর তালিকায় স্থান পেয়েছে।

About Author