Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ওয়েস্টার্ন আউটফিটে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী মনামী ঘোষ

ইদানিং অভিনেত্রী মনামী ঘোষ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকছেন। সম্প্রতি তিনি ওয়েস্টার্ন আউটফিটে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই ফটোশুটের পোশাকের থিম রং ছিল সাদা-কালো। তাঁর…

Avatar

ইদানিং অভিনেত্রী মনামী ঘোষ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকছেন। সম্প্রতি তিনি ওয়েস্টার্ন আউটফিটে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই ফটোশুটের পোশাকের থিম রং ছিল সাদা-কালো। তাঁর শেয়ার করা একটি ছবিতে মনামীর পরনে রয়েছে সাদা-কালো লং লাইনের কাজ করা স্লিভলেস এ-লাইন শর্ট ড্রেস। ড্রেসে রঙ সাদা-কালো হওয়ার কারণে মনামীর চোখ ও ঠোঁটে হেভি মেকআপ করা হয়েছে। শর্ট ড্রেসে মনামীকে সুন্দরী লেগেছে। তাঁর ঠোঁটের লাল লিপস্টিক তাঁর লুককে স্বতন্ত্র করে তুলেছে। অপর একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে হালকা নীল ডেনিম ও সাদা-কালো চেকড ক্রপ টপে। তবে এই ছবিতে মনামীর হালকা মেকআপ করা হয়েছে। আরো একটি ছবি শেয়ার করেছেন মনামী যেখানে তাঁকে সাদা-কালো লং চেকড থ্রি-কোয়ার্টার স্লিভ শার্টের সঙ্গে লং ব্ল‍্যাক স্কার্ট পরে দেখা যাচ্ছে। এই ছবিতে তাঁর হাতে রয়েছে একটি সিপার। ছবিতে ক্যাপশন দিয়ে মনামী সঠিক পরিমাণে জল খেয়ে সুস্থ থাকার বার্তা দিয়েছেন। সবকটি ছবিতেই মনামী তাঁর সিল্কি চুল খোলা রেখেছেন। কারণ মনামী তাঁর চুলকে নিজের অন্যতম ফ্যাশন স্টেটমেন্ট মনে করেন।

View this post on Instagram

Your direction is more important than your speed

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মনামীর শেয়ার করা ছবিগুলি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। কিন্তু টলি টাউনের একাংশের কাছে মনামীর লং শার্টের সঙ্গে লং ব্ল‍্যাক স্কার্টের কম্বিনেশনের পোশাকটি সমালোচনার কারণ হয়ে উঠেছে। টলি টাউনের কিছু সেলেব বলেছেন,মনামীর এই পোশাকটি তাঁর ফ্যাশন সেন্সের অভাবকে তুলে ধরেছে। তবে মনামীর শেয়ার করা ছবিগুলি যথেষ্ট ভাইরাল হয়েছে।

View this post on Instagram

Just to see how far i have come..

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

সম্প্রতি শেষ হয়েছে মনামী ঘোষ অভিনীত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ইরাবতীর চুপকথা’। এই সিরিয়ালে মুখ্য চরিত্র ইরাবতীর ভূমিকায় অভিনয় করছিলেন মনামী। মনামীর পাশের বাড়ির মেয়ের ইমেজ এই সিরিয়ালটিকে জনপ্রিয় করে তুলেছিল। এছাড়া টলি ও টেলি টাউনের নায়িকাদের নিয়ে তৈরী এই বছরের দুর্গাপূজার থিম সং অ্যালবাম ‘দুগ্গা এলো’য় ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন মনামী। এই মিউজিক অ্যালবামটির ভিউ ওয়ান মিলিয়ন ছাড়িয়েছে। এছাড়া মনামীর নিজস্ব ইউটিউব চ্যানেলেরও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সেখানে মনামী ‘দুগ্গা এলো’র মেকিং ভিডিও শেয়ার করেছেন। এছাড়াও মনামী প্রায়ই নিজের কোরিওগ্রাফি করা নাচের ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকেন। এই মুহূর্তে মনামীর হাতে বেশ কয়েকটি ওয়েব সিরিজের কাজ রয়েছে।

View this post on Instagram

The centre of attraction is that strand of hair..

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

About Author