সম্প্রতি ছোটপর্দার এই অভিনেত্রী একটি পাঁচতারা হোটেলে এই ফটোশুট করেছেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হচ্ছে। একটি লাল শর্ট ড্রেসে লাস্যময়ী রূপে ক্যামেরার সামনে বিভিন্ন অবতার দেখা দিয়েছেন মনামী ঘোষ। আর এই ফটোশুটের কাজের মাঝেই একটি রিল ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে ফটোশুটের কস্টিউমেই রিল ভিডিও বানাচ্ছেন মনামী ঘোষ। ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে কারিনা কাপুরের জনপ্রিয় সংলাপে ঠোঁট মিলিয়েছেন অভিনেত্রী।সম্প্রতি ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী এই রিল ভিডিও শেয়ার করার পর থেকেই তা রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে তার অগণিত ভক্তদের মধ্যে এবং গোটা সোশাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়, ১.৬ মিলিয়ন।
Monami Ghosh: লাল শর্ট ড্রেসে, হট লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় উষ্ণতা ছড়িয়েছে টলিউডের ‘পু’ মনামী ঘোষ
চলতি বছরে বলিউডের জনপ্রিয় পরিচালক প্রযোজক কারাণ জোহারের 'কাভি খুশি কাভি গাম' ছবিটি কুড়ি বছর পূর্ণ করল। আর সেই কুড়ি বছরের বর্ষপূর্তি সোশ্যাল মিডিয়ায় পালিত হচ্ছে বিভিন্নভাবে। ছবির নানা সংলাপের…

By

আরও পড়ুন