Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২২ দিনের যুদ্ধে কোভিডকে জয় করে বাড়ি ফিরলেন মনামীর মা

মা কাকিমা মনামীর থেকে ইরাবতী বলতে বেশি পছন্দ করেন। হ্যাঁ ইরাবতীর চুপকথা ধারাবাহিকের ইরা। তবে এই ধারাবাহিক ছিল মনামীর শেষ ধারাবাহিক। এরপর অভিনেত্রী নিজের নাচের ভিডিও আর পাহাড়ে ঘোরা নিয়ে…

Avatar

By

মা কাকিমা মনামীর থেকে ইরাবতী বলতে বেশি পছন্দ করেন। হ্যাঁ ইরাবতীর চুপকথা ধারাবাহিকের ইরা। তবে এই ধারাবাহিক ছিল মনামীর শেষ ধারাবাহিক। এরপর অভিনেত্রী নিজের নাচের ভিডিও আর পাহাড়ে ঘোরা নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। তবে এর মাঝেই অভিনেত্রীর সাথে ঘটলো এক অঘটন।

কোভিডের সঙ্গে ২২ দিনের যুদ্ধ। হ্যাঁ মনামীর মা কোভিডের সাথে লড়াই করছেন প্রায় ১ মাসের কাছাকাছি। সেই সময় আইসিইউর বাইরে দাঁড়িয়ে মনামীর কেটেছে দিনরাত। আইসিউতে লড়ছেন অভিনেত্রীর মা আর বাইরে মায়ের জন্য অপেক্ষা করছেন মেয়ে। অবশেষে যুদ্ধে জয়লাভ করলেন মা মেয়ে দুজনেই। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। আপাতত আগের থেকে এখন ভালো আছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মায়ের এই অসুস্থতার সময় বেশ কিছু সপ্তাহ ধরে নিজের সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক আর ইন্সটাগ্রামে বেশনিষ্ক্রিয় ছিলেন অভিনেত্রী। তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছিল, মনামীর কিছু হয়নি তো? আসলে মনামী সর্বদা নিজের অনুগামীদের জন্য নাচ, গান এসব পোস্ট করে থাকেন। তবে এসব না থাকতেই চিন্তা ছিল অনুগামীদের। মনামীর আগের একাধিক কমেন্ট বক্সে ভিড় করছিল একের পর এক প্রশ্নও। মনামী কিছু উত্তর দেননি। আসেনি কোনও পোস্টও। অবশেষে গতকাল সকলের সব উত্তরে একটি পোস্ট করে মায়ের অসুস্থতার কথা। অনুরাগীরা অভিনেত্রীর মায়ের আরোগ্য কামনা করেছেন।

অভিনেত্রী সদ্য ওয়েব সিরিজে অভিষেক করলেন। হইচই’ প্রযোজিত জনপ্রিয় বৌদিদের তালিকায় নিজের নাম লেখালেন মনামী। এই সিরিজটির নাম ‘মৌচাক’। সিরিজে মনামীর চরিত্রের নাম মৌ বৌদি। খুব শীঘ্রই হইচইতে ঠাকুরপোদের মধু দেবেন মৌ বৌদি। ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে সদ্য। পোস্টারে দেখা যাচ্ছে,গোলাপি শাড়ি। তুঁতে রঙ্গের ব্লাউজ। আর কোমরে চাবির গাছা। হাতে রয়েছে শাঁখা-পলা চুড়ি। আর লেখা,‘মৌ বউদি আসছে’। ফার্স্ট লুকেই ভাইরাল সোশ্যাল দুনিয়া।

About Author