Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্রেয়া ঘোষালের গানে খোলামেলা নাচ মনামীর, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

করোনার সংক্রমণ রুখতে লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। ফলে বাড়িতে বসে কাজ সারার পাশাপাশি পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। একঘেয়েমি কাটাতে কেউ বেছে নিয়েছেন নাচ, কেউ গান আবার…

Avatar

করোনার সংক্রমণ রুখতে লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। ফলে বাড়িতে বসে কাজ সারার পাশাপাশি পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। একঘেয়েমি কাটাতে কেউ বেছে নিয়েছেন নাচ, কেউ গান আবার কেউ কেউ তৈরি করে ফেলছেন পছন্দের খাবার। শুধু তাই নয় সেগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাগ করেও নিচ্ছেন নিজের অনুগামীদের সাথে।

তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ওস্তাদ সুলতান খাঁ ও শ্রেয়া ঘোষালের ‘ওস্তাদ অ্যান্ড দ্যা ডিভা’স অ্যালবাম এর ‘লে যা লে যা রে’ গানে কোমর দুলিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। অভিনয়ের পাশাপাশি তিনি যে নাচেও সমানভাবে দক্ষ এর আগেও তার প্রমাণ পাওয়া গেছে। কারণ ‘গেন্দা ফুল’ আর ‘তাল সে তাল মিলা’ গানে নেচে ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর আরও একবার সাদা পোশাক, লাল লিপস্টিক আর হাতে আলতা নিয়ে নেচে রীতিমতো ভাইরাল তিনি। তবে নেই চড়া মেকআপ, চিরাচরিত নাচের সেট তবুও বাড়িতেই তৈরি করে ফেললেন সেই আবহ। কিন্তু এবার নিজের নাচের পাশাপাশি অন্যদেরও নাচতে অনুরোধ করেছেন তিনি। কারণ এই কঠিন পরিস্থিতিতে মনের জোর বজায় রাখা খুবই জরুরি। সেটি পছন্দের কাজের মাধ্যমে করার মতো ভালো আর কোনো বিকল্প হয়না।

View this post on Instagram

In another favourite #KONA u can dance also

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

About Author