সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ঝলকে মোনালিসাকে ওয়াইন রঙের ডিজাইনার অফশোল্ডার, সাইড স্লিটেড গাউনে দেখা গিয়েছে। এদিন মানানসই লিপস্টিকে হাতে মূল্যবান ব্রেসলেট ও আংটি পরেছিলেন তিনি। মানানসই নুড, গ্লসি মেকাপের পাশাপাশি কানে পরেছিলেন মূল্যবান পাথরের দুলও। পায়ে ছিল সোনালী হাই হিল। সাজ পূরণের জন্য মানানসইভাবে চুলও বেঁধেছিলেন অভিনেত্রী। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো অন্যদিকে তাকিয়েই পোজ দিয়েছিলেন তিনি। তার চোখে-মুখে, শরীরী হাবভাবে ছিল বোল্ডনেসের ছোঁয়া। এদিন একটি সাজানো গোছানো সেটেই এই বেশে দিয়েছিলেন একাধিক পোজ। আপাতত, তারই বেশ কিছু ঝলক শেয়ার করে নিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, মানুষের হৃদয়ে রানির মতো থাকতে চান। উল্লেখ্য, কোনো ফটোশুটের খাতিরে কিংবা কোন শুটিংয়ের সূত্র ধরেই এই বেশে সেজে উঠেছিলেন তিনি, যা নিঃসন্দেহে আবারো দৃষ্টি আকর্ষণ করেছে তার ভক্তমহলেরও।
Monalisa: বর্ষায় এমন আগুন ধরলেন মোনালিসা, ছবি দেখে মন হারাবেন
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন