সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে ডিপ নীল রঙের একটি শাড়িতে দেখা গিয়েছে। তার এই শাড়ির গোটা আঁচলের অংশ ছিল নেটের। কার্লি হেয়ারে নিউড মেকাপে এই শাড়ি পরেছিলেন অভিনেত্রী। মানানসই দুল ও আংটির পাশাপাশি পরেছিলেন ব্রেসলেটও। এদিন শাড়ি লুকে হাজির হয়েছিলেন পাপারাজিৎদের ক্যামেরার সামনেও। বেশ ফুরফুরে মেজাজেই এদিন ছিলেন অভিনেত্রী। খুব সম্ভবত শুটিং ফ্লোরে যাওয়ার আগেই পাপারাজিৎদের সামনে হাজির হয়েছিলেন তিনি। তবে অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক যে আবারো তার ভক্তদের মুগ্ধ করেছে, সেকথা আর আলাদাভাবে বলার নয়। অভিনেত্রীর হাসিতে আবারো ঘায়েল তার ভক্তমহলের একাংশ। অবশ্য তার ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। আপাতত, শুটিংপাড়ায় অভিনেত্রীর এই সাম্প্রতিক ঝলক মন কেড়েছে নেটনাগরিকদের অধিকাংশের।
নীল নেটের শাড়িতে ভক্তদের মুগ্ধ করলেন অভিনেত্রী Monalisa, হটনেস দেখে ভক্তরা পাগল
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন