আদতে কলকাতার মেয়ে মোনালিসার প্রকৃত নাম অন্তরা বিশ্বাস। আশুতোষ কলেজ থেকে সংস্কৃত নিয়ে স্নাতক হবার পর মোনালিসা ওড়িয়া মিউজিক ভিডিওতে কাজ করেন। কলকাতায় টলি ও টেলি ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে করতেই তিনি পাড়ি দেন মুম্বই। মুম্বইতে ভোজপুরি ফিল্মে অভিনয় করা শুরু করেন মোনালিসা। ক্রমশ ভোজপুরি ফিল্মের নামী অভিনেত্রী হয়ে ওঠা মোনালিসাকে জনপ্রিয়তা এনে দেয় কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস 10’। বিগ বসের এই সিজনে আমজনতার মধ্যে থেকেও কয়েকজন প্রতিযোগীকে নেওয়া হয়েছিল। অন্যান্য সেলিব্রিটিরা তাঁদের সাথে না মিশলেও মোনালিসা নিজের সেলিব্রিটি ইমেজ ভেঙে সহজেই সকলের সাথে মিশে গিয়েছিলেন। তাঁর এই উদ্যোগ দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছিল।‘বিগ বস ‘ না জিতলেও মোনালিসা সবার কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। হিন্দি ফিল্ম ‘ব্ল্যাকমেল’-এর মাধ্যমে মোনালিসার বলিউডে ডেবিউ হয়। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এর পাশাপাশি মোনালিসা টলিউড থেকেও অফার পেতে শুরু করেন। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-তে ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এই মুহূর্তে তিনি স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘নজর 2’-তে অভিনয় করছেন। মোনালিসা এই সিরিয়ালটির প্রথম সিজনেও অভিনয় করেছিলেন। 2017 সালে তিনি ভোজপুরি ফিল্মের বিখ্যাত অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করেন।View this post on Instagram
সি বিচে স্বামীর সঙ্গে বোল্ড ফটোশুটে ভাইরাল হলেন মোনালিসা
ইদানিং অভিনেত্রী মোনালিসার ইন্সটাগ্রাম ভরে থাকছে তাঁর হট ফটো এবং ভিডিওয়। সম্প্রতি তিনি নিজের স্বামী বিক্রান্ত-এর সাথে একটি সেলফি তুলে তা শেয়ার করলেন ইন্সটাগ্রামে। এই ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা…

আরও পড়ুন