সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে একেবারে ক্যাজুয়াল ওয়েস্টার্ন লুকে দেখা গিয়েছে। এদিন সবুজ পোশাকে ছিলেন অভিনেত্রী। নুডলস্ স্ট্রপড টপ ও স্কিনটাইট স্কার্ট ছিল তার পরনে। খোলা চুলে নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। স্মোকি আইজে একাধিক পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। খুব সম্ভবত কোনো সাহসী ফটোশুটের সূত্র ধরেই এই সাজে সেজে উঠেছিলেন তিনি। সম্প্রতি এই লুকে নিজের ৯’টা ছবি শেয়ার করে নিয়েই অনুরাগীদের মাঝে পুনরায় চর্চার আলো কেড়েছেন মোনালিসা। ঘুম উড়িয়েছেন নিজের ভক্তমহলের একাংশেরও। তাকে আবারো প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা, যার একাধিক ঝলক মিলবে কমেন্টবক্সেই।
ক্যামেরার সামনে সৌন্দর্যের জাদু ছড়ালেন মোনালিসা, দেখে হুঁশ উড়ল অনুরাগীদের (VIDEO)
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন