সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে লাল ঝকমকে ক্রপটপে দেখা গিয়েছে। সাথে পরেছিলেন রূপালি রঙের প্যান্টও। খোলা চুলে নিয়েছিলেন নুড মেকাপ। স্মোকি আই মেকাপে কানে পরেছিলেন মানানসই দুল। পায়ে ছিল সাদা স্নিকার্স। এই পোশাকে তার ক্লিভেজ ছিল উন্মুক্ত। বলাই বাহুল্য, এদিন এই বেশে ক্যামেরার সামনে হাজির হয়ে সোশ্যাল মিডিয়ার তাপমাত্রা বাড়িয়েছেন অভিনেত্রী। মুগ্ধ করেছেন ভক্তদেরও। তাদের সেই মুগ্ধতার ঝলক রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ঝলকের কমেন্টবক্সেই। আপাতত, নিজের এই লাস্যময়ী ও আবেদনে পরিপূর্ণ রূপের জন্যই একাংশের মাঝে পুনরায় চর্চিত মোনালিসা।
মোনালিসার স্টাইল অনন্য, উজ্জ্বল লাল ক্রপ টপে পারদ চড়ালেন অভিনেত্রী, দীর্ঘশ্বাস ফেলল ভক্তরা (PHOTOS)
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন