এই মুহূর্তে মালদ্বীপের বিচ থেকে নিজের দুটি ঝলক শেয়ার করে নিয়েছেন মোনালিসা। এই ঝলকে মনোকিনিতেই দেখা মিলেছে তার। বাঁধা চুলে কোমরে সাদা স্কার্ফও বেঁধেছিলেন তিনি। ঝলকে বিনা মেকাপ লুকেই ছিলেন অভিনেত্রী। শুধুমাত্র হালকা লিপস্টিক পরেছিলেন তিনি। শেয়ার করে নেওয়া ঝলকে মোনালিসাকে বিচে বালিতে দাঁড়িয়েই পোজ দিতে দেখা গিয়েছে। আর এটি যে বিক্রান্তের তোলা, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কারণ তার সাথেই একান্ত সময় কাটাতে মালদ্বীপে গিয়েছিলেন অভিনেত্রী। তবে এই ঝলক যে বেশ কিছু সময় আগেকার, তা অভিনেত্রীর ক্যাপশনে নজর রাখলেই স্পষ্ট হবে। তবে অভিনেত্রী যে এই মুহূর্তে নিজের শেয়ার করে নেওয়া মনোকিনি লুক দিয়েই নিজের ভক্তমহলের একাংশের হুঁশ উড়িয়েছেন, তা আর আলাদাভাবে বলার নয়।
মালদ্বীপের সমুদ্র সৈকত থেকে এমন ছবি শেয়ার করলেন Monalisa, ছবি দেখে গলে যাবেন ভক্তরা
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন