ভাইরাল & ভিডিওবলিউডবিনোদনভোজপুরি

সুইমিং পুলে খেসারি লালের সঙ্গে মোনালিসার প্রচণ্ড রোমান্স, এমন ভিডিও দেখে তোলপাড় সৃষ্টি হয়েছে (VIDEO)

এই নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তোলপাড় সৃষ্টি করেছে

×
Advertisement

ভোজপুরি সিনেমার সবথেকে বড়ো কিছু সুপারস্টারের মধ্যে একজন হলেন অবশ্যই অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা। বাংলা থেকে নিজের অভিনয়ের যাত্রা শুরু করলেও, তিনি সাফল্য পেয়েছেন ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। সেই জগতে এখন তিনি রীতিমতো কুইন হয়ে উঠেছেন। তিনি নিজের গ্ল্যামারাস লুকের মাধ্যমে মাঝেমধ্যেই নিজের ভক্তদের চমক দিতেই থাকেন। নতুন সিনেমা হোক কিংবা নতুন ইনস্টাগ্রাম পোস্ট, সব কিছুর মাধ্যমেই নিজের ভক্তদের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তিনি নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমায় তিনি দারুন অভিনয়ের মাধ্যমে ভক্তদের প্রিয় অভিনেত্রীদের তালিকায় নিজের নাম অঙ্কিত করে ফেলেছেন।

Advertisements
Advertisement

অভিনেত্রীদের দিক থেকেও অনেকেই ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে নিজেদের একটা আলাদা রকমের জনপ্রিয়তা তৈরি করে ফেলেছেন। এই তালিকায় আমরা অবশ্যই পেয়েছি বাঙালি কন্যা মোনালিসাকে। ভোজপুরি জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। ভোজপুরি জগতে নানা সিনেমায় অভিনয় করা ছাড়াও, তিনি একাধিক ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন। বছর খানেক আগে স্টার প্লাসের নজর ধারাবাহিকে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তার পাশাপাশি, যেকোনো ভোজপুরী গানে তার নাচের ভঙ্গিমা এবং তার অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করেছে। মাঝে মধ্যেই তিনি ছবি আপলোড করলে সেইসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একেবারে আগুনের মত। ইনস্টাগ্রাম বা অন্যান্য পরিচিত সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়ও বটে। সেইসব মাধ্যমে তার যাঁরা ভক্ত রয়েছেন, তাদের জন্যেও তিনি পোস্ট করেন নানান ছবি এবং লাইফ আপডেট।

Advertisements

এই ছবির পরে এবারে তার একটি পুরনো গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এটি একটি ভোজপুরি গান এবং এই গানে মোনালিসার সঙ্গে আছেন ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব। এই গানের ভিডিওটি সব জায়গায় চর্চার মধ্যে আছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে এই ভিডিওটি। এই ভিডিওটিতে যে গানটিতে দুজনে নাচ করেছেন, সেটির নাম ঘড়ি মে বজল বাটে সাড়ে তিন। এই ভিডিওতে সুইমিং পুলে রোম্যান্স করছেন মোনালিসা ও খেসারি লাল। সোশ্যাল মিডিয়ায় ১০ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছে। এই ভিডিওতে দুজনের দারুন কেমিস্ট্রি দেখে সকলেই কার্যত অবাক। তাই বলাই যেতে পারে এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button