Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুইমিং কস্টিউমে ‘অসম’ লুকে অভিনেত্রী, দেখুন ভাইরাল হওয়া হট ছবি

২০১৭ সালের আগে বিশেষ পরিচিত মুখ ছিলেন না তিনি। বিগ সিজন ১০ পর্বে অনুষ্ঠানের সেটেই ভোজপুরী তারকা বিক্রান্ত রাজপুতের সঙ্গে বিয়ে সেরে ফেলে নেট দুনিয়ায় ভাইরাল হন এই বাঙালি অভিনেত্রী…

Avatar

২০১৭ সালের আগে বিশেষ পরিচিত মুখ ছিলেন না তিনি। বিগ সিজন ১০ পর্বে অনুষ্ঠানের সেটেই ভোজপুরী তারকা বিক্রান্ত রাজপুতের সঙ্গে বিয়ে সেরে ফেলে নেট দুনিয়ায় ভাইরাল হন এই বাঙালি অভিনেত্রী অন্তরা বিশ্বাস। যদিও নেট দুনিয়ায় তাঁর পরিচিতি মোনালিসা নামেই।

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় এই অভিনেত্রী নিত্যদিন ঘুম কেড়ে নেওয়া ছবি ও লুক পোস্ট করে সর্বদাই থাকেন আলোচনার তুঙ্গে। কিছুদিন আগেই স্বামী বিক্রান্তের সঙ্গে শর্টস ও আউটফিট পরে রোমান্টিক লুকে ছবি দিয়ে ভক্তদের মন জিতে নিয়েছিলেন মোনালিসা। আজ সোমবারের অবসর কাটালেন সুইমিং পুলে। আর ভক্তেরাও পেলেন প্রিয় অভিনেত্রীকে হট লুকে। সুইমিং পুলের পাশে এলোচুলে সুইম কস্টিউম পরা ছবি ইন্সটায় পোস্ট করে মোনালিসা ক্যাপশনে লেখেন–‘এটা সোমবার। অসম(অসাধারণ) থাকতে ভুলবেন না।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোনালিসার হট লুকে মজেছেন নেটিজেনরা। মাত্র ঘন্টা তিনেকের মধ্যে প্রায় ৫৫ হাজার লাইক পড়ে পোস্টটায়।

About Author