সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে মোনালিসাকে কালো ব্রালেট ও কালো ডিজাইনার ট্রান্সপারেন্ট শাড়িতে দেখা গিয়েছে। লাল লিপস্টিকে এদিন নুড গ্লসি মেকাপ নিয়েছিলেন তিনি। জমকালো কানের দুলে কার্লি হেয়ারে ছিলেন অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকেই শুটিং ফ্লোর থেকে নিজের এই ঝলক ক্যামেরাবন্দি করেছিলেন অভিনেত্রী। অবশ্য সেকথা তার শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ঝলকে নজর রাখলেই স্পষ্ট হবে। বলাই বাহুল্য, অভিনেত্রী সাম্প্রতিক এই ঝলক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে তার অনুরাগীদের মাঝে। তার রূপের দাপটে ঘায়েল হয়েছেন একাংশ। আপাতত, নিজের এই ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত ও পুনরায় প্রশংসিত তিনি।
কালো স্বচ্ছ শাড়ি পরেছেন ভোজপুরি অভিনেত্রী Monalisa, অভিনেত্রীর হটনেস আপনাকে মাতাল করে তুলবে (PHOTOS)
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন