সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকের শুরুতেই অভিনেত্রীকে একটি কালো টি-শার্টে ক্যামেরার সামনে দেখা গিয়েছে। সেখানেই ‘লারকি খারাপ কার দি’ গানের তালেই রিল বানাতে দেখা গিয়েছে তাকে। লাজুক মুখ নিয়ে রিল শুরু করলেও পরে একেবারে অন্যরূপেই ধরা দিয়েছিলেন তিনি। এরপরেই একটি কমলা রঙের ট্রাকস্যুটে শুটিং স্পটে দেখা মেলে তার। পাশাপাশি ঘরের মধ্যে র্যাপার ও কালো ব্রালেটেও দেখা দিয়েছিলেন তিনি। নেচেওছিলেন উল্লেখ্য গানের তালে। আপাতত, এই গানের সাথে রিল বানিয়েই নিজের ভক্তমহলের নজর কেড়েছেন মোনালিসা। মন জয় করে নিয়েছেন নেটজনতার একাংশেরও। অভিনেত্রীর এই মজার রিল ভিডিও যে সকলেরই বেশ পছন্দ হয়েছে, তা কমেন্টবক্সে নজর রাখলেই আরো ভালোভাবে বোঝা যাবে। উল্লেখ্য হৃদয় ও আগুনের ইমোজিতেই এই মুহূর্তে কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী অনুরাগীরা।
Monalisa: অভিনেত্রী তার জিগ-জ্যাগ সেক্সি ফিগার দেখালেন, এমন ভিডিও ইন্টারনেটে আগুন ধরিয়েছে
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন