বঙ্গ তনয়া তো কি হয়েছে? ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তিনি হট বোল্ড অপ্সরা। তাঁর মশলাদার ভিডিও ভক্তরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। সকলেই জানে যে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই ভরপুর যৌনতার হাতছানি। মাঝেমধ্যেই পুরনো মিউজিক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, কারণ, মানুষ দেখতে পছন্দ করে। সেরকমই, বং গার্ল অন্তরা ওরফে মোনালিসার একটি পুরনো ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে মোনালিসার পরনে রয়েছে একটি চকলেট কালারের শাড়ি, ব্রা কাটিং ম্যাচিং ব্লাউজ, খোলা চুল, গাঢ় লিপস্টিক। বলিউডের একটি গানের সঙ্গে মেদহীন কোমর নিয়ে ঝড় তুলেছেন মোনালিসা। অভিনেত্রীর কিলিং ফিগার দেখে পাগল ভক্তরা। এমনিতেই মোনালিসা সুন্দরী ও আকর্ষণীয় ফিগারের অধিকারী। তাকে দেখলে ভক্তরা প্রশংসায় উপচে পড়ে। বিশেষ করে, যখন তিনি লাস্যময়ী ফিগারে ঝড় তোলেন তখন দর্শকরা নেশায় বুঁদ হয়ে যায়।

বড় পর্দা ও ছোট পর্দা, দুই জায়গাতেই চুটিয়ে কাজ করছেন মোনালিসা। ভোজপুরি হোক বা হিন্দি সিরিয়াল সবেতেই মোনালিসা তাঁর দর্শক মহল জমিয়ে রেখেছেন। তবে, সোশ্যাল মিডিয়ায় মোনালিসার ভক্তের সংখ্যা কয়েকগুণ বেশি।অভিনেত্রী মাঝে মধ্যেই তার বোল্ড ফটোশ্যুটের ঝলক শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কখনো কখনো ভিডিও পোস্ট করে উত্তেজনার পারদ বাড়িয়ে দেন। সেরকমই, বলিউডের গানে কোমর দুলিয়ে সেনসেশন বাড়িয়েছেন মোনালিসা। দেখুন অভিনেত্রীর সেক্সি ড্যান্স ক্লিপিং।